নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম আলো কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধমক দেন এক যুবক। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। হামলাকারীদের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার পুরো ঘটনা সরাসরি সম্প্রচারও করেন। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যদিও বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে।
এমএসএফ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। যা শুধু দুঃখজনকই নয়, বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী।
প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার পরিবেশ প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানানোর পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

প্রথম আলো কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধমক দেন এক যুবক। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। হামলাকারীদের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার পুরো ঘটনা সরাসরি সম্প্রচারও করেন। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যদিও বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে।
এমএসএফ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। যা শুধু দুঃখজনকই নয়, বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী।
প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার পরিবেশ প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানানোর পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে