নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘১১ বছর আগে যেই শিশুদের বয়স ৭-৮ ছিল। এখন তাদের বয়স ১৭-১৮। তারা কয়েক বছর পর একত্রিত হয়ে ত্বকী হত্যার বিচার চেয়ে আওয়াজ তুলতেই পারে। সেটাই স্বাভাবিক। আমরা চাই না কোনো কিশোরকে গুম করে, তাকে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেবে, আর সেটাই আমাদের মেনে নিতে হবে। যখনই ত্বকীর কথা মনে করি, তখনই আমার চোখের সামনে নিজের সন্তানের চেহারা ভেসে উঠে। নিজেকে অসহায় মনে হয়। কারণ, ঘাতক ঘুরে বেড়াচ্ছে অথচ আমার কিছু করার নেই। প্রশাসন তাদের কিছুই করতে পারে না। তবে সৃষ্টিকর্তা একজন আছে, তিনি সকলের বিচার করবেন।’
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কে আয়োজিত ত্বকী হত্যার ১১ বছর উপলক্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, ‘১১ বছর হয়ে গেল আমরা ত্বকী হত্যার বিচার পাইনি। কেন পাচ্ছি না তা নারায়ণগঞ্জবাসীসহ দেশের সবাই বুঝতে পারি। বিচার চাই, চাচ্ছি—এসব বলতে আর ভালো লাগে না। কারণ, যেকোনো হত্যাকাণ্ডের বিচার হবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র দায়িত্ব নিয়ে এসব হত্যাকাণ্ডের বিচার বা সুরাহা করে।
‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচার হতেই বহু বছর লেগেছে। এমন করে অনেক হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন পরে হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন। এর ফলে দেশের মানুষ তার প্রতি আস্থা পেয়েছে। ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।
‘বাংলাদেশের মানুষ তাঁর ওপর ভরসা রাখে যে তিনি ন্যায়বিচার পাওয়ার জন্য কাজ করছেন। সেই ভরসা নিয়েই তাঁর কাছে আমরা আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার চাই। যত দিন বিচার না হবে, তত দিন বিচার চাইব। এনিয়ে কোনো নেগোসিয়েশন করার সুযোগ নেই। কোনো একটি সময়ে অবশ্যই এর বিচার হবে।’
তিনি আরও বলেন, অনেকে বলেন এখন তো নারায়ণগঞ্জ শান্ত। ত্বকী মঞ্চ প্রতিবাদ করছে দেখেই শান্ত। ১১ বছর ধরে প্রতি মাসে হত্যার বিচার চেয়ে আসছে। এই কারণে হত্যাকারীদের একটু তো বুক কাপে। তারপরও বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে, যা আপনারা জানেন না। সেগুলো হয়েছে অন্যভাবে। কোনোটি জমিজমা, চর দখল, নিজেদের মধ্যে বিরোধ, মাদক কারবারিদের মাধ্যমে। এরা ঘুরেফিরে কারও না কারও লোক।
শিশু সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ প্রমুখ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘১১ বছর আগে যেই শিশুদের বয়স ৭-৮ ছিল। এখন তাদের বয়স ১৭-১৮। তারা কয়েক বছর পর একত্রিত হয়ে ত্বকী হত্যার বিচার চেয়ে আওয়াজ তুলতেই পারে। সেটাই স্বাভাবিক। আমরা চাই না কোনো কিশোরকে গুম করে, তাকে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ফেলে দেবে, আর সেটাই আমাদের মেনে নিতে হবে। যখনই ত্বকীর কথা মনে করি, তখনই আমার চোখের সামনে নিজের সন্তানের চেহারা ভেসে উঠে। নিজেকে অসহায় মনে হয়। কারণ, ঘাতক ঘুরে বেড়াচ্ছে অথচ আমার কিছু করার নেই। প্রশাসন তাদের কিছুই করতে পারে না। তবে সৃষ্টিকর্তা একজন আছে, তিনি সকলের বিচার করবেন।’
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কে আয়োজিত ত্বকী হত্যার ১১ বছর উপলক্ষে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইভী বলেন, ‘১১ বছর হয়ে গেল আমরা ত্বকী হত্যার বিচার পাইনি। কেন পাচ্ছি না তা নারায়ণগঞ্জবাসীসহ দেশের সবাই বুঝতে পারি। বিচার চাই, চাচ্ছি—এসব বলতে আর ভালো লাগে না। কারণ, যেকোনো হত্যাকাণ্ডের বিচার হবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র দায়িত্ব নিয়ে এসব হত্যাকাণ্ডের বিচার বা সুরাহা করে।
‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বঙ্গবন্ধু হত্যার বিচার হতেই বহু বছর লেগেছে। এমন করে অনেক হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন পরে হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন। এর ফলে দেশের মানুষ তার প্রতি আস্থা পেয়েছে। ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।
‘বাংলাদেশের মানুষ তাঁর ওপর ভরসা রাখে যে তিনি ন্যায়বিচার পাওয়ার জন্য কাজ করছেন। সেই ভরসা নিয়েই তাঁর কাছে আমরা আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার চাই। যত দিন বিচার না হবে, তত দিন বিচার চাইব। এনিয়ে কোনো নেগোসিয়েশন করার সুযোগ নেই। কোনো একটি সময়ে অবশ্যই এর বিচার হবে।’
তিনি আরও বলেন, অনেকে বলেন এখন তো নারায়ণগঞ্জ শান্ত। ত্বকী মঞ্চ প্রতিবাদ করছে দেখেই শান্ত। ১১ বছর ধরে প্রতি মাসে হত্যার বিচার চেয়ে আসছে। এই কারণে হত্যাকারীদের একটু তো বুক কাপে। তারপরও বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে, যা আপনারা জানেন না। সেগুলো হয়েছে অন্যভাবে। কোনোটি জমিজমা, চর দখল, নিজেদের মধ্যে বিরোধ, মাদক কারবারিদের মাধ্যমে। এরা ঘুরেফিরে কারও না কারও লোক।
শিশু সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ প্রমুখ।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে