Ajker Patrika

গলার চেইন টান দিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, ধরে ফেলল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গলার চেইন টান দিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, ধরে ফেলল র‍্যাব

রাজধানীর কমলাপুর থেকে রিকশায় করে বাসায় ফেরার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এক দম্পতি। হঠাৎ পেছন থেকে কেউ একজন রিকশায় থাকা নারীর গলার চেইন টান দিয়ে দৌড় দেয়। ছিনতাইকারীর পেছনে ছোটেন নারীর স্বামী। বিষয়টি দেখেন র‍্যাব-৩ এর টহল দলের এক সদস্য। তিনিও ছোটেন ছিনতাইকারীর পেছনে। অনেকটা দৌড়ে ধরে ফেলেন ছিনতাইকারীকে। স্বর্ণের চেইনসহ হাতেনাতে আটক করা হয় ছিনতাইকারীকে। আটক ছিনতাইকারীর নাম মো. আরিফ হোসেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

আরিফ মহিউদ্দিন বলেন, মিতুল রায় ও রনি নামের এক দম্পতি তার কমলাপুর এলাকা থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী ওই নারীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত র‍্যাবের একজন সাহসী সদস্য এ ঘটনা দেখে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পরই ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চেইন ছিনতাইয়ের কথা স্বীকার করে। 

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, আটক ছিনতাইকারী চুরি-ছিনতাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ছিনতাইকৃত চেইনটি ভুক্তভোগী নারীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

চেইন ফিরে পেয়ে আনন্দিত ভুক্তভোগী নারী মিতুল রায়। তিনি বলেন, ছিনতাইকারীর কাছ থেকে স্বর্ণের চেইন ফিরিয়ে দেওয়ায় র‍্যাবকে ধন্যবাদ। র‍্যাব ছিল বলেই দামি চেইনটি ফিরে পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত