Ajker Patrika

দিয়াবাড়িতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক
দিয়াবাড়িতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার স্ত্রী নিহত

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ঘুরতে বেরিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার আহত স্ত্রী লতিফা আক্তার (২৮) মারা গেছেন। ওই গৃহবধুকে পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর আগে তিনি পুলিশকে বলেছেন, স্বামী রবিউল ইসলামের সঙ্গে ঘুরতে বেরোলে সেই স্বামীই তাঁকে ছুরিকাঘাত করেন। 

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তুরাগ-দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে তিন নম্বর ব্রিজের পাশে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর নাম লতিফা আক্তার (২৮), তাঁর স্বামীর নাম রবিউল ইসলাম। রবিউল বাসাবো রাজারবাগ সুজনের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী তাঁকে নিয়ে ঘুরতে বেরিয়ে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার সদর থানার তারাবুনিয়া এলাকায়। 

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত