Ajker Patrika

ইনু-মেনন-দীপু মনি-পলক আরও ৩ মামলায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৬: ২১
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি: সংগৃহীত
হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাঁদের বিরুদ্ধে এই নির্দেশ দেন।

প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে এক যান্ত্রিক প্রকৌশলীকে গুলি করে হত্যার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোহানসা ভার্গ গার্মেন্টস কোম্পানির যান্ত্রিক প্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার)।

রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতা-কর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

শাহবাগ থানায় দায়ের করা রিয়াজুল করিম নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় দীপু মনি ও পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আবেদনে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, সাবেক এই মন্ত্রীরা মামলা সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই চারজনকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত