ঢামেক প্রতিবেদক

রাজধানীর শান্তিবাগ এলাকায় ছুরিকাহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে কাকরাইল অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শান্তিবাগ রবিউলের বিরানী দোকানের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় নিহতের তিন কিশোর সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ইসমাঈল হোসেন রাহাতের (১৭) বাড়ি ফরিদপুর কোতয়ালীর ঘাটপাড়া গ্রামে। এক ভাই, এক বোনের মধ্যে রাহাত ছিল বড়। রাহাতের বাবা বেলায়েত হোসেন পেশায় প্রাইভেটকার চালক।
বর্তমানে তারা শাহজাহানপুর শান্তিবাগ এসি মসজিদ গলি এলাকায় ভাড়া থাকে। রাজারাবাগ পুলিশ লাইন স্কুল কলেজ থেকে এসএসসি পাসের পর ফরিদপুর টেক্সটাইল কলেজে ভর্তি হয়েছিল।
রাহাতের মামা মইন উদ্দিন জানান, গতকাল বিকেলে শান্তিবাগ বাসার কিছুটা দূরে রাহাতের স্কুলের সহপাঠীরা মারপিট করে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাহাতকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়। রাতে হঠাৎ রাহাতের অবস্থা খারাপ হলে কাকরাইলের অরোরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যায় রাহাত। এই ঘটনায় রাহাতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ঢামেকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর শান্তিবাগ এলাকায় ছুরিকাহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে কাকরাইল অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শান্তিবাগ রবিউলের বিরানী দোকানের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় নিহতের তিন কিশোর সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ইসমাঈল হোসেন রাহাতের (১৭) বাড়ি ফরিদপুর কোতয়ালীর ঘাটপাড়া গ্রামে। এক ভাই, এক বোনের মধ্যে রাহাত ছিল বড়। রাহাতের বাবা বেলায়েত হোসেন পেশায় প্রাইভেটকার চালক।
বর্তমানে তারা শাহজাহানপুর শান্তিবাগ এসি মসজিদ গলি এলাকায় ভাড়া থাকে। রাজারাবাগ পুলিশ লাইন স্কুল কলেজ থেকে এসএসসি পাসের পর ফরিদপুর টেক্সটাইল কলেজে ভর্তি হয়েছিল।
রাহাতের মামা মইন উদ্দিন জানান, গতকাল বিকেলে শান্তিবাগ বাসার কিছুটা দূরে রাহাতের স্কুলের সহপাঠীরা মারপিট করে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাহাতকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়। রাতে হঠাৎ রাহাতের অবস্থা খারাপ হলে কাকরাইলের অরোরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যায় রাহাত। এই ঘটনায় রাহাতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ঢামেকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে