নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোলট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য জানিয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, গত শনিবার ঈদের দিন বিকেলে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় পোলট্রি খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পোলট্রি খামারি জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় জুলহাস মিয়াসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে গত সোমবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম। বুধবার ভোরে নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে সুমন মিয়া ও রায়পুরার হরিপুর কাওয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের একজন মামলার এজাহারনামীয়, অপরজন পুলিশের তদন্তে শনাক্ত হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ দুটি মামলা রয়েছে।’

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোলট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে রায়পুরা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসব তথ্য জানিয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী বলেন, গত শনিবার ঈদের দিন বিকেলে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এ সময় পোলট্রি খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পোলট্রি খামারি জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় জুলহাস মিয়াসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে গত সোমবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম। বুধবার ভোরে নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে সুমন মিয়া ও রায়পুরার হরিপুর কাওয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা অনির্বাণ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের একজন মামলার এজাহারনামীয়, অপরজন পুলিশের তদন্তে শনাক্ত হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ দুটি মামলা রয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে