ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৫ বছর বয়সী শিশু রোজা মনি শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে হাসপাতালে ভর্তি হওয়ার পর সোহাগ (২২) নামের একজনের মৃত্যু হয়। তাঁর শরীরের ৭৫ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। সোহাগের বাড়ি নোয়াখালী জেলায়। কেরানীগঞ্জের ওই গোডাউনে কাজ করতেন এবং সেখানেই থাকতেন তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কেরানীগঞ্জে দগ্ধের ঘটনায় সোহাগ নামে একজন মারা গেছে। তাঁর শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে ৫০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে রোজা মনি নামে এক শিশু ভর্তি আছে।’
আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকায় হাজি আবুল হাসনাতের মালিকানাধীন স্বাদ গ্লাস অ্যান্ড পলিমার কারখানার গুদামে এই অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এ দিকে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে গুদামের পাশের বসতঘরে ঘুমিয়ে থাকা জেসমিন আক্তার (৩০) ও তাঁর কন্যা ইশা (১৬), মিনা (২২) ও তাঁর শিশুসন্তান তাইয়েবা (২) ঘটনাস্থলে নিহত হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হয়েছে। একই ঘটনায় পাশের ঘরের বেশ কয়েকজনকে অগ্নিদগ্ধ অবস্থায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা বলছে, অগ্নিকাণ্ডের পর তারা ঘরের দেয়াল ভেঙে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী এজিএম (হেডকোয়ার্টার) মো. সামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এবং পরে সদরঘাট ও হেডকোয়ার্টারসহ প্রায় ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।’
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।
ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও ব্যক্তিদের সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া নিহতদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়ার পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে