
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মানুষ ভালোবাসে। আপনি ভোট চুরির সঙ্গে জড়িত চোরদের বোঝা নেবেন না। এই চোরদের জন্য বদনাম নিয়েন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সেভাবেই থাকুন, আপনি চোরদের নেতা হইয়েন না।’
আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘যে আওয়ামী লীগের জন্ম দিয়েছি, আমি সেই আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধুর দলের মানুষ, বঙ্গবন্ধু আমার নেতা। কিন্তু আমি এই আওয়ামী লীগ করি না। এই আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে। পুলিশের চাকরি, পিয়নের চাকরি দিয়েও তারা টাকা নেয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের লোকজন মনে করে নৌকা দিলেই তারা পাস। এবার আমি একটু দেখতে চাই। নৌকা দিলে কেমনে ফেল করা যায়—এটাও একটু দেখতে চাই।’
তিনি বলেন, ‘এখন দেশে পানি নাই, তাই নৌকারও তেমন কাজ নাই। আর ধানের শীষ, ২৮ অক্টোবর পর্যন্ত তারা ভালোই ছিল। ২৮ তারিখের পর থেকে তারা জ্বালাও-পোড়াও করছে। একটি রাজনৈতিক দল, তার যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে দেশের মানুষ তাদের কাছ থেকে কী পাবে?’
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনকে ইঙ্গিত করে বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনে সমানতালে শুধু সিল মারছে। এভাবে সিল দিলে ভোটারের দরকার কী? আর যদি ভোটারের কোনো দরকার না থাকে, তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এবার ভোট ছাড়া যদি আপনারা নৌকা মার্কা নিতে চান, তাহলে মার্কা কিন্তু জ্বইলা-পুইড়া ছারখার হয়ে যাবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘তারেক রহমানকে বলেছি, দেশে এসে তার মায়ের সেবা করার জন্য। সে যদি নিজের মায়ের জন্য এই ঝুঁকি নিতে না পারে, তবে অন্যের মায়ের জন্য, সন্তানের জন্য কী করতে পারবে?’
জনসভায় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও পৌর মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাদের সিদ্দিকীর সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দিকী, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ বক্তব্য দেন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে