ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার একটি বাসা থেকে মেহেদী ইসলাম মুবিন (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খিলগাঁও মেরাদিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মেরাদিয়া নয়াপাড়া ক্যাসেট ফ্যাক্টরি গলির পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলছিল।
এসআই আরও জানান, মেহেদীর মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকেই তিনি দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এসব কারণে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন মেহেদী। সকালে পরিবারের লোকজন তাঁকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেয় তাঁরা।
মেহেদীর বড় ভাই মাহিনুল ইসলাম মাহিন জানান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন মেহেদী। প্রায়সময়ই একা একাই থাকত। কারও সঙ্গে তেমন মিশত না। সকালে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তাঁর রুমের ভেন্টিলেটর দিয়ে দেখা যায়, রুমের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
মেহেদীর বড় ভাই জানান, তাঁদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। বাবার নাম মো. মাহমুদুল ইসলাম। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন মুবিন।

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার একটি বাসা থেকে মেহেদী ইসলাম মুবিন (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খিলগাঁও মেরাদিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, মেরাদিয়া নয়াপাড়া ক্যাসেট ফ্যাক্টরি গলির পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলছিল।
এসআই আরও জানান, মেহেদীর মা বেশ কয়েক বছর আগে মারা গেছেন। এরপর থেকেই তিনি দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এসব কারণে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন মেহেদী। সকালে পরিবারের লোকজন তাঁকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দেয় তাঁরা।
মেহেদীর বড় ভাই মাহিনুল ইসলাম মাহিন জানান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন মেহেদী। প্রায়সময়ই একা একাই থাকত। কারও সঙ্গে তেমন মিশত না। সকালে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তাঁর রুমের ভেন্টিলেটর দিয়ে দেখা যায়, রুমের ভেতর ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।
মেহেদীর বড় ভাই জানান, তাঁদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। বাবার নাম মো. মাহমুদুল ইসলাম। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন মুবিন।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার-দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৬ ঘণ্টা আগে