Ajker Patrika

ইউজিসির বৈষম্যনীতির প্রতিবাদে জবিতে বিক্ষোভ ও মুলা বিতরণ

জবি প্রতিনিধি 
ইউজিসি ও প্রশাসনের বৈষম্যনীতি, উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মুলা বিতরণ করেছে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ইউজিসি ও প্রশাসনের বৈষম্যনীতি, উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মুলা বিতরণ করেছে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যনীতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মুলা বিতরণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ভাস্কর্য চত্বরের সামনে হাতে ও গলায় মুলা নিয়ে বিক্ষোভ ও মিছিল করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘এই কর্মসূচিটি আমাদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। রূপক অর্থে আজকের এই বিক্ষোভ মিছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি বিষয়ে নিয়ে আমাদের সঙ্গে টালবাহানা করছে। আমরা আগামীকাল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করব।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘আমরা অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন চাই। এটা নিয়ে কোনো টালবাহানা ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা ইতিপূর্বে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইউজিসি বারবার বৈষম্য করে আসছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়েও আমরা একই বৈষম্য দেখতে পাচ্ছি। এটা জবিয়ানরা মেনে নিবে না। অবিলম্বে এই বৈষম্য বন্ধ করতে হবে।’

ইউজিসি ও প্রশাসনের বৈষম্যনীতি, উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মুলা বিতরণ করেছে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ইউজিসি ও প্রশাসনের বৈষম্যনীতি, উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মুলা বিতরণ করেছে জবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা দেওয়ার জন্য অর্থ সংস্থান নিশ্চিত করতে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে ইউজিসি। এই প্রস্তাবনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাইলট প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত