
গাজীপুরের শ্রীপুরে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার এসব জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরনিলক্ষী গ্রামের মো. কামাল হোসেনের ছেলে আপন (২৮) এবং যশোর জেলার সদর থানার ছাদপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে লিখন (২৬)।
নিহত যুবক আলম (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত আসামিরা উড়ালসেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিহত আলমও মোবাইল ফোনে কথা বলতে বলতে অভিযুক্তদের অতিক্রম করার সময় তাঁদের গায়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে আসামি আপন ক্ষিপ্ত হয়ে নিহত আলমকে গালি দিয়ে তাঁর শার্টের কলার চেপে ধরেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।’
ওসি আরও বলেন, ‘ধস্তাধস্তির একপর্যায়ে আসামি লিখনও আলমকে ঝাপটে ধরেন এবং এ সময় অভিযুক্ত আপন, আলমের বুকে ছুরিকাঘাত করতে থাকেন। ছুরিকাঘাতে গুরুতর আহত আলম মাটিতে লুটিয়ে পড়লে, অভিযুক্ত আসামিরা হত্যায় ব্যবহৃত ছুরিটি উড়ালসেতুর নিচে ময়লার স্তূপে ফেলে পালিয়ে যান। এরপর প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচ থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় নিহত যুবক আলমকে। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের শ্রীপুরে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার এসব জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরনিলক্ষী গ্রামের মো. কামাল হোসেনের ছেলে আপন (২৮) এবং যশোর জেলার সদর থানার ছাদপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে লিখন (২৬)।
নিহত যুবক আলম (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত আসামিরা উড়ালসেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিহত আলমও মোবাইল ফোনে কথা বলতে বলতে অভিযুক্তদের অতিক্রম করার সময় তাঁদের গায়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে আসামি আপন ক্ষিপ্ত হয়ে নিহত আলমকে গালি দিয়ে তাঁর শার্টের কলার চেপে ধরেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।’
ওসি আরও বলেন, ‘ধস্তাধস্তির একপর্যায়ে আসামি লিখনও আলমকে ঝাপটে ধরেন এবং এ সময় অভিযুক্ত আপন, আলমের বুকে ছুরিকাঘাত করতে থাকেন। ছুরিকাঘাতে গুরুতর আহত আলম মাটিতে লুটিয়ে পড়লে, অভিযুক্ত আসামিরা হত্যায় ব্যবহৃত ছুরিটি উড়ালসেতুর নিচে ময়লার স্তূপে ফেলে পালিয়ে যান। এরপর প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচ থেকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় নিহত যুবক আলমকে। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৫ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে