নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে