নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
২১ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে