নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এসব আদেশ দেন।
সালমান, আনিসুল ও আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডের আবেদন করেন।
আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর চেয়ে আবেদন করেন। তবে আনিসুল ও সালমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে ভাটারা থানার মনির হোসাইন হত্যা মামলায় সালমানের তিন দিনের, বাড্ডা থানার আব্দুল জব্বার সুমন হত্যা মামলায় আনিসুলের দুই দিনের এবং যাত্রাবাড়ী থানার মো. রাসেল হত্যা মামলায় মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদেশ শেষে আবার তাঁদের কারাগারে ফেরত পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা কারাগার থেকে তাঁদের রিমান্ডে নেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এ ছাড়া তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কদমতলী থানার একটি মামলায় আনিসুল, সালমান ও মামুনকে, যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমানকে, ছয় মামলায় আনিসুলকে এবং পাঁচ মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অন্যদিকে বাড্ডা থানার এক মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন একই আদালত।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে