কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ বস্তা চাল একটি মন্দিরের অব্যবহৃত টয়লেট থেকে উদ্ধার করেছে। আজ সোমবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকার সারা দেশের বাজার নিয়ন্ত্রণ রাখতে ৩০ টাকা কেজি দরের (ওএমএস) চাল বিক্রির কর্মসূচি গ্রহণ কর। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কালিয়াকৈর পৌরসভায় ১০ জন ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। এদের মধ্যে অসাধু কিছু ডিলাররা অতিরিক্ত মুনাফার লক্ষ্যে খোলা বাজারের চাল গোপনভাবে মজুত রাখে। পরে সুযোগ বুঝে বেশি দামে বাজারে বিক্রি করার জন্য।
কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচান্দরা এলাকায় মন্দিরের একটি পরিত্যক্ত টয়লেটে সরকারি চাল দেখতে পান এলাকাবাসী। এমন খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মন্দিরের পরিত্যক্ত টয়লেট থেকে ৭ বস্তা খোলা বাজারের চাল উদ্ধার করা হয়েছে। পরে ওই চালগুলো উপজেলা খাদ্য গুদামে নেওয়া হয়।
ওই চালের বস্তাগুলো স্থানীয় ডিলার মাহফুজুর রহমানের বলে শনাক্ত করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।
চাল উদ্ধারের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে খাদ্য উন্নয়ন কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ বস্তা চাল একটি মন্দিরের অব্যবহৃত টয়লেট থেকে উদ্ধার করেছে। আজ সোমবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমান সরকার সারা দেশের বাজার নিয়ন্ত্রণ রাখতে ৩০ টাকা কেজি দরের (ওএমএস) চাল বিক্রির কর্মসূচি গ্রহণ কর। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কালিয়াকৈর পৌরসভায় ১০ জন ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। এদের মধ্যে অসাধু কিছু ডিলাররা অতিরিক্ত মুনাফার লক্ষ্যে খোলা বাজারের চাল গোপনভাবে মজুত রাখে। পরে সুযোগ বুঝে বেশি দামে বাজারে বিক্রি করার জন্য।
কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচান্দরা এলাকায় মন্দিরের একটি পরিত্যক্ত টয়লেটে সরকারি চাল দেখতে পান এলাকাবাসী। এমন খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই মন্দিরের পরিত্যক্ত টয়লেট থেকে ৭ বস্তা খোলা বাজারের চাল উদ্ধার করা হয়েছে। পরে ওই চালগুলো উপজেলা খাদ্য গুদামে নেওয়া হয়।
ওই চালের বস্তাগুলো স্থানীয় ডিলার মাহফুজুর রহমানের বলে শনাক্ত করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর।
চাল উদ্ধারের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করে খাদ্য উন্নয়ন কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১৯ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে