গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনা্য় করা মামলার প্রধান আসামি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি এলাকায়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। মহানগরীর টেকিবাড়ী সাকিনস্থ টেকিবাড়ী জামে মসজিদে ইমাম ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির কারণে আবদুর রউফ সপরিবার সালনায় ভাড়া বাসায় থাকতেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষা দিতে সাইদুলকে গৃহশিক্ষক নিয়োগ করেন তিনি। তাদের পড়াতে পড়াতে রাবেয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সাইদুল। এক পর্যাযে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাবেয়া তা প্রত্যাখ্যান করে। এরপরও নাছোড়বান্দা ভাব দেখালে সাইদুলকে বাসায় আসতে নিষেধ করা হয়। তাতেও না দমে বাসার বাইরে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে রাবেয়া আক্তারকে মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে রাবেয়ার মা ও দুই বোন দৌড়ে রাবেয়ার ঘরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সাইদুল ছুরি দিয়ে তাদেরও আঘাত করে পালিয়ে যায়।তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাবেয়ার মা। আহত ছোট দুই বোনও হাসপাতালে।
এই ঘটনায় পরে নিহত রাবেয়ার বাবা আবদুর রউফ সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন

গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যার ঘটনা্য় করা মামলার প্রধান আসামি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার তাকে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর সাইদুলকে ঢাকায় র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। আগামীকাল মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রাবেয়া আক্তার (২১) গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি এলাকায়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। মহানগরীর টেকিবাড়ী সাকিনস্থ টেকিবাড়ী জামে মসজিদে ইমাম ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক তিনি।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, চাকরির কারণে আবদুর রউফ সপরিবার সালনায় ভাড়া বাসায় থাকতেন। ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষা দিতে সাইদুলকে গৃহশিক্ষক নিয়োগ করেন তিনি। তাদের পড়াতে পড়াতে রাবেয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে সাইদুল। এক পর্যাযে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু রাবেয়া তা প্রত্যাখ্যান করে। এরপরও নাছোড়বান্দা ভাব দেখালে সাইদুলকে বাসায় আসতে নিষেধ করা হয়। তাতেও না দমে বাসার বাইরে রাবেয়াকে উত্ত্যক্ত করতে থাকেন।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে ধারালো ছুরি দিয়ে রাবেয়া আক্তারকে মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে রাবেয়ার মা ও দুই বোন দৌড়ে রাবেয়ার ঘরে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন সাইদুল ছুরি দিয়ে তাদেরও আঘাত করে পালিয়ে যায়।তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাবেয়ার মা। আহত ছোট দুই বোনও হাসপাতালে।
এই ঘটনায় পরে নিহত রাবেয়ার বাবা আবদুর রউফ সাইদুল ইসলামকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে