নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার ঊর্ধ্বে ঋণ খেলাপিদের তালিকা এবং অর্থ পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে তারা এই দাবি জানান। একই দাবিতে ভবিষ্যতে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়িয়ে যেতে পারে না। খেলাপি ঋণ আদায় ও পাচারের টাকা ফেরত আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৭ দিনের মধ্যে ঋণখেলাপিদের তালিকা ও ঋণ অনুমোদনের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করতে হবে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকার শুধু লুটেরা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের পাহারাদার নয়, এরা এই লুটের অংশীদার।’
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘২০০৮ সালের পর কোকোর টাকা ফেরত আনা হলো, অথচ আওয়ামী দলীয় লোকদের কারোর টাকা এখন পর্যন্ত ফেরত আনা হলো না।’
বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘মুক্তবাজারের ধারা অব্যাহত রেখে সংকট সমাধান হবে না।’
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ব্যাংকগুলোয় অনেক লোমহর্ষক ঘটনা আছে। এমন কোনো ব্যাংক খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে টাকা লুটপাট হয়নি। বিভিন্ন দেশে এরা বেগম পাড়া, সেকেন্ড হোম গড়ে তুলেছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম জোট। সেখানে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা সমাবেশে মিলিত হন।
এখানে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, খেলাপি ঋণ কম দেখানোর জন্য নানা পদ্ধতি বের করা হয়। এতে পরিস্থিতির পরিবর্তন হয় না। খেলাপি ঋণ বেড়েই চলছে। এর মধ্য দিয়ে প্রকৃত শত্রুদের আড়াল করা হচ্ছে। এদের শক্তির উৎস ক্ষমতাসীন রাজনৈতিক দল। তিনি খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ এবং এদের বিদ্যুৎ-পানির লাইন কেটে দেওয়ার দাবি জানান।

কোটি টাকার ঊর্ধ্বে ঋণ খেলাপিদের তালিকা এবং অর্থ পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে তারা এই দাবি জানান। একই দাবিতে ভবিষ্যতে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়িয়ে যেতে পারে না। খেলাপি ঋণ আদায় ও পাচারের টাকা ফেরত আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৭ দিনের মধ্যে ঋণখেলাপিদের তালিকা ও ঋণ অনুমোদনের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করতে হবে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকার শুধু লুটেরা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের পাহারাদার নয়, এরা এই লুটের অংশীদার।’
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘২০০৮ সালের পর কোকোর টাকা ফেরত আনা হলো, অথচ আওয়ামী দলীয় লোকদের কারোর টাকা এখন পর্যন্ত ফেরত আনা হলো না।’
বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘মুক্তবাজারের ধারা অব্যাহত রেখে সংকট সমাধান হবে না।’
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ব্যাংকগুলোয় অনেক লোমহর্ষক ঘটনা আছে। এমন কোনো ব্যাংক খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে টাকা লুটপাট হয়নি। বিভিন্ন দেশে এরা বেগম পাড়া, সেকেন্ড হোম গড়ে তুলেছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম জোট। সেখানে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা সমাবেশে মিলিত হন।
এখানে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, খেলাপি ঋণ কম দেখানোর জন্য নানা পদ্ধতি বের করা হয়। এতে পরিস্থিতির পরিবর্তন হয় না। খেলাপি ঋণ বেড়েই চলছে। এর মধ্য দিয়ে প্রকৃত শত্রুদের আড়াল করা হচ্ছে। এদের শক্তির উৎস ক্ষমতাসীন রাজনৈতিক দল। তিনি খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ এবং এদের বিদ্যুৎ-পানির লাইন কেটে দেওয়ার দাবি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে