নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটি টাকার ঊর্ধ্বে ঋণ খেলাপিদের তালিকা এবং অর্থ পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে তারা এই দাবি জানান। একই দাবিতে ভবিষ্যতে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়িয়ে যেতে পারে না। খেলাপি ঋণ আদায় ও পাচারের টাকা ফেরত আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৭ দিনের মধ্যে ঋণখেলাপিদের তালিকা ও ঋণ অনুমোদনের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করতে হবে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকার শুধু লুটেরা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের পাহারাদার নয়, এরা এই লুটের অংশীদার।’
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘২০০৮ সালের পর কোকোর টাকা ফেরত আনা হলো, অথচ আওয়ামী দলীয় লোকদের কারোর টাকা এখন পর্যন্ত ফেরত আনা হলো না।’
বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘মুক্তবাজারের ধারা অব্যাহত রেখে সংকট সমাধান হবে না।’
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ব্যাংকগুলোয় অনেক লোমহর্ষক ঘটনা আছে। এমন কোনো ব্যাংক খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে টাকা লুটপাট হয়নি। বিভিন্ন দেশে এরা বেগম পাড়া, সেকেন্ড হোম গড়ে তুলেছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম জোট। সেখানে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা সমাবেশে মিলিত হন।
এখানে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, খেলাপি ঋণ কম দেখানোর জন্য নানা পদ্ধতি বের করা হয়। এতে পরিস্থিতির পরিবর্তন হয় না। খেলাপি ঋণ বেড়েই চলছে। এর মধ্য দিয়ে প্রকৃত শত্রুদের আড়াল করা হচ্ছে। এদের শক্তির উৎস ক্ষমতাসীন রাজনৈতিক দল। তিনি খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ এবং এদের বিদ্যুৎ-পানির লাইন কেটে দেওয়ার দাবি জানান।

কোটি টাকার ঊর্ধ্বে ঋণ খেলাপিদের তালিকা এবং অর্থ পাচারকারীদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে তারা এই দাবি জানান। একই দাবিতে ভবিষ্যতে দুদক ও জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান করা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।
বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের আর্থিক খাতের অব্যবস্থাপনার দায় বাংলাদেশ ব্যাংক এড়িয়ে যেতে পারে না। খেলাপি ঋণ আদায় ও পাচারের টাকা ফেরত আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৭ দিনের মধ্যে ঋণখেলাপিদের তালিকা ও ঋণ অনুমোদনের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশ করতে হবে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সরকার শুধু লুটেরা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের পাহারাদার নয়, এরা এই লুটের অংশীদার।’
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘২০০৮ সালের পর কোকোর টাকা ফেরত আনা হলো, অথচ আওয়ামী দলীয় লোকদের কারোর টাকা এখন পর্যন্ত ফেরত আনা হলো না।’
বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘মুক্তবাজারের ধারা অব্যাহত রেখে সংকট সমাধান হবে না।’
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ব্যাংকগুলোয় অনেক লোমহর্ষক ঘটনা আছে। এমন কোনো ব্যাংক খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে টাকা লুটপাট হয়নি। বিভিন্ন দেশে এরা বেগম পাড়া, সেকেন্ড হোম গড়ে তুলেছে।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাম জোট। সেখানে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা সমাবেশে মিলিত হন।
এখানে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, খেলাপি ঋণ কম দেখানোর জন্য নানা পদ্ধতি বের করা হয়। এতে পরিস্থিতির পরিবর্তন হয় না। খেলাপি ঋণ বেড়েই চলছে। এর মধ্য দিয়ে প্রকৃত শত্রুদের আড়াল করা হচ্ছে। এদের শক্তির উৎস ক্ষমতাসীন রাজনৈতিক দল। তিনি খেলাপি ঋণ গ্রহীতাদের তালিকা প্রকাশ এবং এদের বিদ্যুৎ-পানির লাইন কেটে দেওয়ার দাবি জানান।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে