
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট-কাণ্ডের প্রতিবাদ করা হেফাজতকর্মী হত্যার তিন বছর পর মামলা হয়েছে। মামলায় সাবেক দুই সংসদ সদস্য (এমপি), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও ১০ পুলিশ সদস্যসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলাটি করেন হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার কোষাধ্যক্ষ শাজাহান শিবলী।
আজ মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, ঢাকার মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক ইউএনও মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমান। এই মামলায় নামীয় আসামি ১২৮। এছাড়া অজ্ঞাতনামা ১০০–১৫০ জন রয়েছেন।
মামলায় হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ শাহজাহান শিবলী মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২১ সালের ৩ এপ্রিল রাতে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তাঁর স্ত্রীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক এমপির ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এজহার নামীয় আসামীরাসহ ১০০-দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্থা করে রিসোর্ট থেকে বের করে দেয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনার প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায়।
ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশি নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, সোনারগাঁয়ে হেফাজত ইসলামীর ওপর হামলায় ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট-কাণ্ডের প্রতিবাদ করা হেফাজতকর্মী হত্যার তিন বছর পর মামলা হয়েছে। মামলায় সাবেক দুই সংসদ সদস্য (এমপি), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও ১০ পুলিশ সদস্যসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলাটি করেন হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার কোষাধ্যক্ষ শাজাহান শিবলী।
আজ মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, ঢাকার মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক ইউএনও মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমান। এই মামলায় নামীয় আসামি ১২৮। এছাড়া অজ্ঞাতনামা ১০০–১৫০ জন রয়েছেন।
মামলায় হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ শাহজাহান শিবলী মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২১ সালের ৩ এপ্রিল রাতে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তাঁর স্ত্রীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক এমপির ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এজহার নামীয় আসামীরাসহ ১০০-দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্থা করে রিসোর্ট থেকে বের করে দেয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনার প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায়।
ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশি নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, সোনারগাঁয়ে হেফাজত ইসলামীর ওপর হামলায় ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে