মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাঁচামাল ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরেকজনসহ মোট দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলায় এই দুর্ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলম শেখ নামে এক আহত ব্যক্তি মারা যান। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
নিহতরা হলেন, রাজৈর উপজেলার বৌলগ্রামের নুরু মিয়ার ছেলে আবু সাইদ মিয়া (২২) এবং নড়াইল জেলার কালিয়া থানার আমজেদ শেখের ছেলে আলম শেখ (৪৫)। চিকিৎসাধীন আহত ব্যক্তি হলেন উপজেলার বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক আবু মুছা (২৫)।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ঢাকাগামী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন ও বরিশালগামী একটি কাঁচামাল (বেগুন) বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় আবু সাইদ মিয়া মারা যান।
অন্যদিকে রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আলম শেখ (৪৫) বলে জানান এসআই।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে