নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।
গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মিন্টু শিকদারকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত মো. ইয়াছিন শিকদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা-পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার মিন্টু শিকদারের বড় ভাই মো. আব্দুল কাদের শিকদার বাড্ডা থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, মিন্টু শিকদার সিটি মানি এক্সেঞ্জ লিঃ এর প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর। মিন্টু ও তার মামাতো ভাই আমির হামজা গত ১৪ অক্টোবর সকালে মধ্য বাড্ডার বৈশাখী সরণি এলাকার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। তারা বাড্ডা থানার গুদারাঘাট বাড্ডা হাইস্কুল গলি লেকপাড় এলাকায় পৌঁছালে ইয়াসিন শিকদারসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি তাদের পথ রোধ করে। মিন্টু শিকদারকে তারা জোর করে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে। এ সময় আমির হামজাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
তালেবুর রহমান জানান, অপহরণকারীর অবস্থান শনাক্ত করে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াছিন শিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে মিন্টু শিকদারকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা গাড়ি জব্দ করা হয়। ইয়াছিন একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। মিন্টু শিকদারকে অর্থ আত্মসাতের জন্য অপহরণ করেছিল।
গ্রেপ্তারের পর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে