আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
রোববার গভীর রাতে এক ভিডিও বার্তায় উপ-উপাচার্য একথা বলেন।
উপ-উপাচার্য বলেন, এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। পরিস্থিতি প্রশমনের জন্য সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।
এর আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।
তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়েসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ বলেছেন, সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।
রোববার গভীর রাতে এক ভিডিও বার্তায় উপ-উপাচার্য একথা বলেন।
উপ-উপাচার্য বলেন, এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান হবে। পরিস্থিতি প্রশমনের জন্য সকল পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি।
এর আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখী অবস্থান নেন। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। সাত কলেজের শিক্ষার্থীরা নিলক্ষেত মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান। দুই পক্ষের মধ্যে উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুড়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে কয়েকশ শিক্ষার্থী রাতে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে গণতন্ত্র ও মুক্তি তোরণের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, বিকেলে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির প্রোভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব না দেওয়ার প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ করেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাঁদের কথার কোনো গুরুত্ব দেননি। তাই তাঁরা তাঁদের দাবি মেনে নেওয়ার দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন।
তিনি বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড়েসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে