নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দুপুরে বাশারকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। প্রথমে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় বাশারের কাছে প্রতারিত হওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আদালতে হাজির হন। তাঁরা বাশারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বাশারকে হাজতখানা থেকে আদালতে কাঠগড়ায় নেওয়ার সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটে ভুক্তভোগীরা বাশারকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে। সিঁড়ি দিয়ে আদালতের চারতলায় নেওয়ার সময়ও তাঁকে কয়েকজনের মারধরও করে। কিল, ঘুষি, লাথি মারে।

প্রত্যক্ষদর্শী ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, কয়েকটা ডিম বাশারকে লক্ষ্য করে মারে ভুক্তভোগীরা। কয়েকজনে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়।
আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ বাশারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে বাশারের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার সকালে বাশারকে আটক করে সিআইডি। পরে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:

অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে আদালতে আনার খবরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগীরা। মানববন্ধনের একপর্যায়ে বাশারকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন। এ সময় তাঁর ওপর ডিমও নিক্ষেপ করেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
দুপুরে বাশারকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। প্রথমে তাঁকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় বাশারের কাছে প্রতারিত হওয়া শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আদালতে হাজির হন। তাঁরা বাশারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বাশারকে হাজতখানা থেকে আদালতে কাঠগড়ায় নেওয়ার সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটে ভুক্তভোগীরা বাশারকে লক্ষ্য করে কয়েকটি ডিম নিক্ষেপ করে। সিঁড়ি দিয়ে আদালতের চারতলায় নেওয়ার সময়ও তাঁকে কয়েকজনের মারধরও করে। কিল, ঘুষি, লাথি মারে।

প্রত্যক্ষদর্শী ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, কয়েকটা ডিম বাশারকে লক্ষ্য করে মারে ভুক্তভোগীরা। কয়েকজনে কিল, ঘুষি, লাথি মারে। এ সময় দায়িত্বরত পুলিশ তাদের প্রতিরোধ করতে সক্ষম হয়।
আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ বাশারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে বাশারের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার সকালে বাশারকে আটক করে সিআইডি। পরে অর্থ পাচারের অভিযোগে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২১ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৩ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে