সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র্যাবের পাশাপাশি আছে বিজিবিও।
এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র্যাবও আমাদের সহায়তা করছে।’

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র্যাবের পাশাপাশি আছে বিজিবিও।
এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র্যাবও আমাদের সহায়তা করছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে