নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাজারীবাগ থেকে সাংবাদিক সোহানা পারভিন তুলির মরদেহ উদ্ধারের ঘটনায় রফিকুল রঞ্জু নামের আরেক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম।
এর আগে আজ দুপুরে সাংবাদিক রঞ্জুকে জিজ্ঞাসাবাদ করেন ধানমন্ডি জোনের কর্মকর্তারা।
এসি মাসুম বলেন, ‘নারী সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আজ একজনকে ডাকা হয়েছিল। আমরা সার্বিক বিষয় খতিয়ে দেখছি।’
তুলির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তুলি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসায় নিয়মিত যাতায়াত ছিল সাংবাদিক রঞ্জুর। বাসাটির নিরাপত্তার দায়িত্বে থাকা কেয়ারটেকারের দেওয়া একটি মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরে এই সাংবাদিককে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তাঁর মোবাইলে সাংবাদিক তুলির সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। আরও কিছু তথ্য পেতে মোবাইলটি সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর রঞ্জুকে পুলিশ বাসায় পাঠিয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার শেরেবাংলা সড়কের বাসা থেকে তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তুলিকে ফোনে না পেয়ে তার ঘনিষ্ঠ বান্ধবী নন্দিতা বাসায় গিয়ে দরজায় নক করে। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে দারোয়ানের সহযোগিতায় দরজা ভেঙে তুলিকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি হাজারীবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যদের। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর তুলির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ যশোরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তুলি সর্বশেষ একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন। ২০২০ সালে তিনি চাকরি ছেড়েছেন বলে জানা গেছে।

রাজধানীর হাজারীবাগ থেকে সাংবাদিক সোহানা পারভিন তুলির মরদেহ উদ্ধারের ঘটনায় রফিকুল রঞ্জু নামের আরেক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম।
এর আগে আজ দুপুরে সাংবাদিক রঞ্জুকে জিজ্ঞাসাবাদ করেন ধানমন্ডি জোনের কর্মকর্তারা।
এসি মাসুম বলেন, ‘নারী সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আজ একজনকে ডাকা হয়েছিল। আমরা সার্বিক বিষয় খতিয়ে দেখছি।’
তুলির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তুলি যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসায় নিয়মিত যাতায়াত ছিল সাংবাদিক রঞ্জুর। বাসাটির নিরাপত্তার দায়িত্বে থাকা কেয়ারটেকারের দেওয়া একটি মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরে এই সাংবাদিককে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তাঁর মোবাইলে সাংবাদিক তুলির সঙ্গে কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। আরও কিছু তথ্য পেতে মোবাইলটি সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর রঞ্জুকে পুলিশ বাসায় পাঠিয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার শেরেবাংলা সড়কের বাসা থেকে তুলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তুলিকে ফোনে না পেয়ে তার ঘনিষ্ঠ বান্ধবী নন্দিতা বাসায় গিয়ে দরজায় নক করে। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে দারোয়ানের সহযোগিতায় দরজা ভেঙে তুলিকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি হাজারীবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যদের। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর তুলির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ যশোরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তুলি সর্বশেষ একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন। ২০২০ সালে তিনি চাকরি ছেড়েছেন বলে জানা গেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে