মাদারীপুর প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান।
মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মাদারীপুরে প্রথম হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে আন্দোলনের সময় রোমান ব্যাপারী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী কাজল আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মাদারীপুর পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারীকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোমান ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার ওমর ব্যাপারীর ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গোলচত্বর থেকে নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এলে আন্দোলনকারীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গুলিতে রোমান ব্যাপারী মারা যান।
মামলার বাদী কাজল আক্তার বলেন, ‘আমার স্বামী ছাত্র-জনতার সঙ্গে মিছিলে গেলে তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি। আমি খুনিদের ফাঁসি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত রোমানের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হন। রোমান ব্যাপারী ছাড়া অন্যরা হলেন তাওহীদ সন্যামাত (২৫) ও দীপ্ত দে (২২)। তবে বাকি দুই নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো মামলা করেনি।

খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
১৭ মিনিট আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
২ ঘণ্টা আগে