মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ডুবে থাকা আমানত শাহ ফেরি উদ্ধার কাজ আজ মঙ্গলবার শেষ হবে। গত ২৭ অক্টোবর সকালে ডুবে কাত হয়ে থাকা ফেরিটি গতকাল সোজা করা হয়েছে।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানিয়েছেন, ডুবে কাত হয়ে থাকা ফেরিটির ৮৫ শতাংশ উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন চলছে ফেরিটির ভেতরে জমে থাকা কাঁদা পানি ও ময়লা–আবর্জনা অপসারণের কাজ।
ফজলুর রহমান বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে আগামী দুদিন ফেরিটি অবজারভেশন রাখা হবে। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
গত ২৭ অক্টোবর সকালে রাজবাড়ির দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর ১৪টি যানবাহন নিয়ে পাঁচ নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে ফেরির ভেতরে আটকে থাকা যানবাহন উদ্ধারে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজাকে আনা হয়। তবে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসার কথা থাকলেও সক্ষমতা না থাকায় প্রত্যয়কে আর আনা হয়নি। পরে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ কোটি টাকার চুক্তিতে ফেরি উদ্ধারের কাজ দেয়।
এরপর গত ১ নভেম্বর জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ৫০ জন উদ্ধারকর্মী ও ৬টি সেলফার্জ বাস ভর্তি তিন, চার, পাঁচ ও ছয় ইঞ্চি তার নিয়ে ফেরিটি উদ্ধারের জন্য আসেন। গত আট দিন পর আজ ফেরিটির উদ্ধার কাজ শেষ হবে।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে