নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।

প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৪ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩১ মিনিট আগে