নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।

প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৬ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে