Ajker Patrika

জুলাই-আগস্টে আহতদের বিক্ষোভে সংহতি জানিয়ে ‘জয় বাংলা’ বলায় বৃদ্ধকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হয়েছেন এক বৃদ্ধ। ছবি: ভিডিও থেকে নেওয়া
জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হয়েছেন এক বৃদ্ধ। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর শিশুমেলা সড়কে জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বেলা ১১টা থেকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সাত দফা দাবিতে শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।

এক বৃদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে থাকেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে জেরা করতে শুরু করেন।

তাঁদের তোপের মুখে ওই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।

শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তিনি জয় বাংলা স্লোগান কেন দিলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আন্দোলনকারীরা গণপিটুনি দিয়ে ওই বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেন। ছবি: আজকের পত্রিকা
আন্দোলনকারীরা গণপিটুনি দিয়ে ওই বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্টের ঘটনায় আহতরা পুনর্বাসন, চিকিৎসা ও বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।

তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—

১. আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।

২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।

৩. আহতদের জন্য যথাযথ ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

৫. তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গুলশানে ১০ তলা বিলাসবহুল ভবন ছিল টিউলিপের স্থায়ী ঠিকানা

অবসরে যাওয়া ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

বগুড়ায় মেলা বসানোকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ১৩

আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা, টাকায় আপস করলেন বিএনপি নেত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত