নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে করা মামলা খারিজ করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী মামলা খারিজের এই আদেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী আজকের পত্রিকাকে মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন আদালত।
এর আগে সকালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিকালে মামলা খারিজ করে দেন।
মামলায় আরও যাদের আসামি করা হয় তারা হলেন ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।
মামলায় অভিযোগ করা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে মেরে ফেলার হুমকি দেন এবং অশালিন মন্তব্য করেন। ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস সম্বন্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা হাজার কোটি টাকার মানহানির শামিল। এ ছাড়া এসব বক্তব্যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে করা মামলা খারিজ করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী মামলা খারিজের এই আদেশ দেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী আজকের পত্রিকাকে মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন আদালত।
এর আগে সকালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার শুনানি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিকালে মামলা খারিজ করে দেন।
মামলায় আরও যাদের আসামি করা হয় তারা হলেন ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।
মামলায় অভিযোগ করা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে মেরে ফেলার হুমকি দেন এবং অশালিন মন্তব্য করেন। ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূস সম্বন্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, যা হাজার কোটি টাকার মানহানির শামিল। এ ছাড়া এসব বক্তব্যে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে