নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস খাতের হেলপার ৭ম গ্রেডের শ্রমিককে ৬৫ ভাগ মূল মজুরিসহ মোট মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি)।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান ও মহাসচিব মো. বজলুর রহমান বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি পেশ করেন।
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ক্রমাগত মূল্যবৃদ্ধির জাঁতাকলে শ্রমিক জীবন নিষ্পেষিত হচ্ছে। ক্রমাগত বিদ্যুৎ, পানি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে শিল্প এলাকায় অস্বাভাবিক বাড়ি ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। বর্তমানে একজন শ্রমিক পরিবারকে সাধারণ হিসেবেই মাসিক জনপ্রতি ৪ হাজার টাকা খাদ্য বাবদ প্রয়োজন এবং ৪ জনের খাদ্য বাবদ ১৬ হাজার টাকা দরকার, বাড়িভাড়া বাবদ ১০ হাজার টাকা এবং সন্তানের পড়ালেখার ন্যূনতম খরচ ২ হাজার টাকা প্রয়োজন, চিকিৎসা খরচ ন্যূনতম ২ হাজার টাকা, যাতায়াত বাবদ ১ হাজার টাকা, বিনোদন ২ হাজার টাকা, খাদ্য বহির্ভূত খরচ ১ হাজার টাকাসহ ন্যূনতম সঞ্চয় ১ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা প্রয়োজন।
নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সরকারি ২৪ গ্রেডের অদক্ষ কর্মচারী ক্লিনারের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮৫০ টাকা এবং ব্যাংকিং খাতে ২০২২ সালে ২৪ হাজার টাকা ঘোষণা করে কার্যকর করা হয়েছে। গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশন পোশাক খাতের জন্য ন্যূনতম মজুরি অনুমান করছে ২১ হাজার ৬৪৮ টাকা হওয়া দরকার। শ্রমিকদের ২০১৮ সালের মজুরি ৮ হাজার টাকা, বিগত ২০১৮ সালে ১ ডলার= ৮২ টাকা ছিল, সে হিসেবে তখন ৯৮ ডলার বেতন ছিল। ডলারের অবমূল্যায়নের কারণে বর্তমানে সরকারি রেট অনুযায়ী ১ ডলার= ১০৬ টাকা হিসেবে বর্তমানে ৭৫—৪৭ ডলার পায়।
‘গার্মেন্টস মালিকেরা টাকা অবমূল্যায়নের কারণে ২৯% শতাংশ টাকা বেশি আয় করছেন। কিন্তু দ্রব্য মূল্যে চাপে শ্রমিকেরা দিশেহারা হয়ে কোনো রকমে জীবন যাপন করেছেন। গার্মেন্টস মালিকেরা ২৯% শতাংশ টাকা অবমূল্যায়নে সম্পূর্ণ সুযোগ পেলেও শ্রমিকদের ন্যূনতম আপত্কালীন কোনো মহার্ঘ ভাতা প্রদান করেননি যা অত্যন্ত অমানবিক। তাই ২৩ হাজার টাকা নিম্নতম মজুরির দ্রুত ঘোষণা দিতে হবে।’
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন—এম দেলোয়ার হোসেন, মাহতাবউদ্দিন শহীদ, ইলিয়াস উদ্দিন, তাহমিনা রহমান, নজরুল ইসলাম, ফজলুর রহমান ফজলু, জান্নাত ফাতেমা গার্মেন্টস শ্রমিক নেতারা।

গার্মেন্টস খাতের হেলপার ৭ম গ্রেডের শ্রমিককে ৬৫ ভাগ মূল মজুরিসহ মোট মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি)।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান ও মহাসচিব মো. বজলুর রহমান বাবলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি পেশ করেন।
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান ক্রমাগত মূল্যবৃদ্ধির জাঁতাকলে শ্রমিক জীবন নিষ্পেষিত হচ্ছে। ক্রমাগত বিদ্যুৎ, পানি এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে শিল্প এলাকায় অস্বাভাবিক বাড়ি ভাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। বর্তমানে একজন শ্রমিক পরিবারকে সাধারণ হিসেবেই মাসিক জনপ্রতি ৪ হাজার টাকা খাদ্য বাবদ প্রয়োজন এবং ৪ জনের খাদ্য বাবদ ১৬ হাজার টাকা দরকার, বাড়িভাড়া বাবদ ১০ হাজার টাকা এবং সন্তানের পড়ালেখার ন্যূনতম খরচ ২ হাজার টাকা প্রয়োজন, চিকিৎসা খরচ ন্যূনতম ২ হাজার টাকা, যাতায়াত বাবদ ১ হাজার টাকা, বিনোদন ২ হাজার টাকা, খাদ্য বহির্ভূত খরচ ১ হাজার টাকাসহ ন্যূনতম সঞ্চয় ১ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা প্রয়োজন।
নেতৃবৃন্দ বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সরকারি ২৪ গ্রেডের অদক্ষ কর্মচারী ক্লিনারের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৮৫০ টাকা এবং ব্যাংকিং খাতে ২০২২ সালে ২৪ হাজার টাকা ঘোষণা করে কার্যকর করা হয়েছে। গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশন পোশাক খাতের জন্য ন্যূনতম মজুরি অনুমান করছে ২১ হাজার ৬৪৮ টাকা হওয়া দরকার। শ্রমিকদের ২০১৮ সালের মজুরি ৮ হাজার টাকা, বিগত ২০১৮ সালে ১ ডলার= ৮২ টাকা ছিল, সে হিসেবে তখন ৯৮ ডলার বেতন ছিল। ডলারের অবমূল্যায়নের কারণে বর্তমানে সরকারি রেট অনুযায়ী ১ ডলার= ১০৬ টাকা হিসেবে বর্তমানে ৭৫—৪৭ ডলার পায়।
‘গার্মেন্টস মালিকেরা টাকা অবমূল্যায়নের কারণে ২৯% শতাংশ টাকা বেশি আয় করছেন। কিন্তু দ্রব্য মূল্যে চাপে শ্রমিকেরা দিশেহারা হয়ে কোনো রকমে জীবন যাপন করেছেন। গার্মেন্টস মালিকেরা ২৯% শতাংশ টাকা অবমূল্যায়নে সম্পূর্ণ সুযোগ পেলেও শ্রমিকদের ন্যূনতম আপত্কালীন কোনো মহার্ঘ ভাতা প্রদান করেননি যা অত্যন্ত অমানবিক। তাই ২৩ হাজার টাকা নিম্নতম মজুরির দ্রুত ঘোষণা দিতে হবে।’
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন—এম দেলোয়ার হোসেন, মাহতাবউদ্দিন শহীদ, ইলিয়াস উদ্দিন, তাহমিনা রহমান, নজরুল ইসলাম, ফজলুর রহমান ফজলু, জান্নাত ফাতেমা গার্মেন্টস শ্রমিক নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে