
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার রোগের চিকিৎসায় আয়ুর্বেদের বিজ্ঞানসম্মত ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে ফ্যাটি লিভারের চিকিৎসায় ‘কালোমেঘের’ (চিরতা) ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে।
লিভার বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অধ্যাপক মামুন বলেন, ‘লিভার চিকিৎসায় আয়ুর্বেদ চিকিৎসকেরা কালোমেঘ ব্যবহার করতেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি কালোমেঘ নিয়ে গবেষণা শুরু করেন। যা আমাদের দেশে চিরতা নামে পরিচিত। গবেষণার প্রাথমিক পর্যায়ে এই গুল্মের ২৩টি রাসায়নিক উপাদান চিহ্নিত করা হয়। পরের ধাপে এর মধ্যে পাঁচটি উপাদান চিহ্নিত করা হয়, যেগুলো ফেটি লিভার নিরাময়ে কার্যকর। তারপরে চিহ্নিত করা হয়েছে গুল্মটির কোন বয়সে এই উপাদানগুলো বেশি থাকে। সেই সময়ের সম্পূর্ণ গাছ নির্দিষ্ট তাপমাত্রায় শুকিয়ে পাউডার করে ক্যাপসুল আকারে তৈরি করা হয়েছে।’
মামুন আল মাহতাব বলেন, ট্রায়ালের ক্ষেত্রে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ফেটি লিভার আক্রান্ত রোগীদের মধ্যে ৪০ জনকে বাছাই করা হবে। যাদের লিভার ৪০-৫০ শতাংশ ফ্যাটি থাকবে। এর মধ্যে ২০ জনকে ডাবল ডোজ এবং ২০ জনকে এক ডোজ প্রদান করা হবে। ট্রায়াল শুরুর আগে এবং তিন মাস পরে লিভারের ফাইব্রোসিস পরীক্ষা করে ওষুধের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আইয়ুব আল মামুন সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার রোগের চিকিৎসায় আয়ুর্বেদের বিজ্ঞানসম্মত ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে ফ্যাটি লিভারের চিকিৎসায় ‘কালোমেঘের’ (চিরতা) ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে।
লিভার বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অধ্যাপক মামুন বলেন, ‘লিভার চিকিৎসায় আয়ুর্বেদ চিকিৎসকেরা কালোমেঘ ব্যবহার করতেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি কালোমেঘ নিয়ে গবেষণা শুরু করেন। যা আমাদের দেশে চিরতা নামে পরিচিত। গবেষণার প্রাথমিক পর্যায়ে এই গুল্মের ২৩টি রাসায়নিক উপাদান চিহ্নিত করা হয়। পরের ধাপে এর মধ্যে পাঁচটি উপাদান চিহ্নিত করা হয়, যেগুলো ফেটি লিভার নিরাময়ে কার্যকর। তারপরে চিহ্নিত করা হয়েছে গুল্মটির কোন বয়সে এই উপাদানগুলো বেশি থাকে। সেই সময়ের সম্পূর্ণ গাছ নির্দিষ্ট তাপমাত্রায় শুকিয়ে পাউডার করে ক্যাপসুল আকারে তৈরি করা হয়েছে।’
মামুন আল মাহতাব বলেন, ট্রায়ালের ক্ষেত্রে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা ফেটি লিভার আক্রান্ত রোগীদের মধ্যে ৪০ জনকে বাছাই করা হবে। যাদের লিভার ৪০-৫০ শতাংশ ফ্যাটি থাকবে। এর মধ্যে ২০ জনকে ডাবল ডোজ এবং ২০ জনকে এক ডোজ প্রদান করা হবে। ট্রায়াল শুরুর আগে এবং তিন মাস পরে লিভারের ফাইব্রোসিস পরীক্ষা করে ওষুধের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আইয়ুব আল মামুন সভাপতিত্ব করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে