নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তাঁর স্ত্রীর ফেরদৌসী খানের ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
দুদকের সরকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। আবেদন অনুযায়ী সাবেক খানের স্ত্রী মিসেস ফেরদৌসী খানের ১৪টি ব্যাংক হিসাবে ২ কোটি ৮৪ লাখ ১ হাজার ৩২৫ টাকা ৮৮ পয়সা ও সাদেক খানের পাঁচটি ব্যাংক হিসাবে এক কোটি ২৮ লাখ ১৫ হাজার ৪৯ টাকা ৮৩ পয়সা রয়েছে।
আবেদনে বলা হয়েছে, সাদেক খান ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতিতে সহযোগিতা করে তাঁর স্ত্রী ফেরদৌসী খানও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এতে আরও বলা হয়েছে—ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করেছে দুদক। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুজনের এই পৃথক মামলা তদন্তাধীন রয়েছে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাদের নামে থাকা বিভিন্ন সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এমতাবস্থায় তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তাঁর স্ত্রীর ফেরদৌসী খানের ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন।
দুদকের সরকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। আবেদন অনুযায়ী সাবেক খানের স্ত্রী মিসেস ফেরদৌসী খানের ১৪টি ব্যাংক হিসাবে ২ কোটি ৮৪ লাখ ১ হাজার ৩২৫ টাকা ৮৮ পয়সা ও সাদেক খানের পাঁচটি ব্যাংক হিসাবে এক কোটি ২৮ লাখ ১৫ হাজার ৪৯ টাকা ৮৩ পয়সা রয়েছে।
আবেদনে বলা হয়েছে, সাদেক খান ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুর্নীতিতে সহযোগিতা করে তাঁর স্ত্রী ফেরদৌসী খানও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এতে আরও বলা হয়েছে—ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করেছে দুদক। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুজনের এই পৃথক মামলা তদন্তাধীন রয়েছে।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাদের নামে থাকা বিভিন্ন সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এমতাবস্থায় তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এর ফলে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
১২ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
৩৭ মিনিট আগে