নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেন, তাঁর সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘ক্যাম্পে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় এই মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনকালীন সহিংসতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে।’
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে এর জন্য নৌকার প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের দায়ী করে আসছে।
মামলার বাদী আবদুল আউয়াল বলেন, রাতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী মোশাররফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পে বেশ কিছু পোস্টার ও প্যান্ডেলের একাংশ পুড়ে গেছে। শুক্রবার মোশাররফ এলাকায় ঢুকে কোনো ঘটনা ঘটাবে এমন শঙ্কায় ছিলাম। সেটাই ঘটল রাতে।
তবে শাহজাহান ভূঁইয়া দাবি করেন—এই ঘটনা নৌকার কর্মীরা ঘটিয়ে উল্টো তাদের নামে অভিযোগ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশাররফ হোসেন, তাঁর সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘ক্যাম্পে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় এই মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনকালীন সহিংসতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে।’
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে এর জন্য নৌকার প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের দায়ী করে আসছে।
মামলার বাদী আবদুল আউয়াল বলেন, রাতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার অনুসারী মোশাররফ হোসেনের নেতৃত্বে ক্যাম্পে আগুন দেয়। এতে ক্যাম্পে বেশ কিছু পোস্টার ও প্যান্ডেলের একাংশ পুড়ে গেছে। শুক্রবার মোশাররফ এলাকায় ঢুকে কোনো ঘটনা ঘটাবে এমন শঙ্কায় ছিলাম। সেটাই ঘটল রাতে।
তবে শাহজাহান ভূঁইয়া দাবি করেন—এই ঘটনা নৌকার কর্মীরা ঘটিয়ে উল্টো তাদের নামে অভিযোগ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে