Ajker Patrika

থার্টি ফার্স্ট নাইটে কলেজছাত্রকে গুলি, অভিযুক্তের চাচার পিস্তল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাভার
থার্টি ফার্স্ট নাইটে কলেজছাত্রকে গুলি, অভিযুক্তের চাচার পিস্তল জব্দ
জব্দ করা পিস্তল। ছবি: আজকের পত্রিকা

ঢাকার ধামরাইয়ের রোয়াইল গ্রামে কলেজছাত্র আকাশ সরকার গুলিবিদ্ধের ঘটনার এক দিন পর ওই গ্রাম থেকে দুটি পিস্তল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পরিত্যক্ত অবস্থায় দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ পিস্তল দুটি জব্দ করা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে গ্রামটিতে আকাশ সরকার নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হন। জব্দ করা পিস্তল দুটি এ ঘটনায় অভিযুক্ত রাব্বির চাচার বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে রোয়াইল গ্রামের বেশ কিছু যুবক ও তরুণ খিচুড়ি খাওয়া এবং ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আয়োজকদের কয়েকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে রাব্বি নামের এক তরুণের তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছুড়লে আকাশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকের পাঁজরের নিচে গুলি লাগে।

গুলিতে আহত হওয়ার ঘটনায় আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ধামরাই থানায় মামলা করেছেন। মামলায় রাব্বিসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার কয়েক ঘণ্টার মধ্যে রোয়াইল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলের পাশে জনৈক বান্দু মিয়ার বাড়ির সামনে ধইঞ্চার স্তূপের ভেতর থেকে দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত রাব্বিসহ অন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, ‘রাব্বি নামে যে তরুণ আকাশ সরকারকে গুলি করেছিল তাঁকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করছি। এই অভিযান চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলের পাশ থেকে দুটি পিস্তল জব্দ করা হয়। পিস্তল দুটির মালিক রাব্বির চাচা সেলিম। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অতিরিক্ত পুলিশের সুপার শাহীনুর কবীর আরও বলেন, গত মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরে রমজান মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় আজ শুক্রবার সাভার থানায় মামলা হচ্ছে। ওই ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত