নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার ধামরাইয়ের রোয়াইল গ্রামে কলেজছাত্র আকাশ সরকার গুলিবিদ্ধের ঘটনার এক দিন পর ওই গ্রাম থেকে দুটি পিস্তল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পরিত্যক্ত অবস্থায় দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ পিস্তল দুটি জব্দ করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে গ্রামটিতে আকাশ সরকার নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হন। জব্দ করা পিস্তল দুটি এ ঘটনায় অভিযুক্ত রাব্বির চাচার বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে রোয়াইল গ্রামের বেশ কিছু যুবক ও তরুণ খিচুড়ি খাওয়া এবং ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আয়োজকদের কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে রাব্বি নামের এক তরুণের তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছুড়লে আকাশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকের পাঁজরের নিচে গুলি লাগে।
গুলিতে আহত হওয়ার ঘটনায় আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ধামরাই থানায় মামলা করেছেন। মামলায় রাব্বিসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার কয়েক ঘণ্টার মধ্যে রোয়াইল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলের পাশে জনৈক বান্দু মিয়ার বাড়ির সামনে ধইঞ্চার স্তূপের ভেতর থেকে দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত রাব্বিসহ অন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, ‘রাব্বি নামে যে তরুণ আকাশ সরকারকে গুলি করেছিল তাঁকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করছি। এই অভিযান চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলের পাশ থেকে দুটি পিস্তল জব্দ করা হয়। পিস্তল দুটির মালিক রাব্বির চাচা সেলিম। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
অতিরিক্ত পুলিশের সুপার শাহীনুর কবীর আরও বলেন, গত মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরে রমজান মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় আজ শুক্রবার সাভার থানায় মামলা হচ্ছে। ওই ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকার ধামরাইয়ের রোয়াইল গ্রামে কলেজছাত্র আকাশ সরকার গুলিবিদ্ধের ঘটনার এক দিন পর ওই গ্রাম থেকে দুটি পিস্তল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পরিত্যক্ত অবস্থায় দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ পিস্তল দুটি জব্দ করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে গ্রামটিতে আকাশ সরকার নামের এক কলেজছাত্র গুলিবিদ্ধ হন। জব্দ করা পিস্তল দুটি এ ঘটনায় অভিযুক্ত রাব্বির চাচার বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, থার্টি ফার্স্ট নাইটে রোয়াইল গ্রামের বেশ কিছু যুবক ও তরুণ খিচুড়ি খাওয়া এবং ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে আয়োজকদের কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে রাব্বি নামের এক তরুণের তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছুড়লে আকাশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকের পাঁজরের নিচে গুলি লাগে।
গুলিতে আহত হওয়ার ঘটনায় আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ধামরাই থানায় মামলা করেছেন। মামলায় রাব্বিসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার কয়েক ঘণ্টার মধ্যে রোয়াইল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলের পাশে জনৈক বান্দু মিয়ার বাড়ির সামনে ধইঞ্চার স্তূপের ভেতর থেকে দুটি ম্যাগাজিন ও একটি গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত রাব্বিসহ অন্য কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, ‘রাব্বি নামে যে তরুণ আকাশ সরকারকে গুলি করেছিল তাঁকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করছি। এই অভিযান চলাকালে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলের পাশ থেকে দুটি পিস্তল জব্দ করা হয়। পিস্তল দুটির মালিক রাব্বির চাচা সেলিম। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
অতিরিক্ত পুলিশের সুপার শাহীনুর কবীর আরও বলেন, গত মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরে রমজান মিয়া নামে এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় আজ শুক্রবার সাভার থানায় মামলা হচ্ছে। ওই ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১৯ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৩৮ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
৪২ মিনিট আগে