
রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে শুরু হলো শাস্ত্রীয় সংগীত আসর। দুই দিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করছেন ছায়ানটের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংগীত গেয়ে উদ্বোধন হলো এই আয়োজনের।
উদ্বোধনী আয়োজনে ছায়ানটের সহসভাপতি শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘একক ও সম্মেলক মিলিয়ে আমরা দুই শ ছেলেমেয়ের গান শুনতে পাব। এটা একটা বড় ব্যাপার। ছায়ানটের চেষ্টা থাকবে এই অনুষ্ঠান প্রতিবছরই আরও ভালো করে যাওয়ার।’
আয়োজনটি পণ্ডিত নারায়ণ চন্দ্র বসাককে উৎসর্গ করা হয়েছে জানিয়ে খায়রুল আনাম শাকিল বলেন, ‘শাস্ত্রীয় সংগীত শেখা অত্যন্ত জরুরি। জরুরি বলেই বাংলা গানের পাশাপাশি আমরা আরেকটি বিভাগ খুলেছি, যাতে আরও নিবিড়ভাবে আগ্রহী ছেলেমেয়েরা শাস্ত্রীয় গান শিখতে পারে। আমার বিশ্বাস, আজ থেকে ১৫-১৬ বছর পর এই ছেলেমেয়েরা ভালো শিল্পী হয়ে উঠবে।’
শুদ্ধসংগীত উৎসব ১৪৩১ শিরোনামের এই আয়োজনের প্রথম দিন আজ গান শুরু হয় ছায়ানটের বৃন্দ পরিবেশনা রাগ অষ্টকল্যাণ গাওয়ার মধ্যমে। এটি রচনা ও গ্রন্থনা করেছেন ড. রেজোয়ান আলী এবং পরিচালনায় আফরোজা রুপা। পরিবেশনে তবলায় ছিলেন পৌষরাম সরকার ও সুপার্শ্ব মজুমদার।
এরপর পুরিয়া ধানেশ্রী রাগে কণ্ঠসংগীত পরিবেশন করেন মিরাজুল জান্নাত সোনিয়া। তাঁর সঙ্গে তবলায় সংগত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু শীল এবং তানপুরায় ছিলেন অনিয়া পাল ও তানজিলুর রহমান সৌমিক। কুমার প্রতিবিম্ব তবলাবাদনে মোহিত করেন দর্শকদের। তবলার মুহুর্মুহু বোলে হাততালি পড়ে দর্শকের ভেতরে। তাঁর সঙ্গে সারেঙ্গীতে ছিলেন শৌণক দেবনাথ।
যন্ত্রসংগীতের পর আবার কণ্ঠসংগীত শুরু হয়। রাগ মারবা শোনান সুপ্রিয়া দাশ। তবলায় ছিলেন সুপান্থ মজুমদার, হারমোনিয়ামে ধ্রুব সরকার এবং তানপুরায় অনিয়া পাল। অনিল কুমার সাহা শোনান রাগ পুরিয়াকল্যাণ। তবলায় ছিলেন গৌতম সরকার, হারমোনিয়ামে তাসাউফ ইসলাম এবং তানপুরায় সান্তনু তালুকদার।
আবার যন্ত্রসংগীতের পালা আসে। বাঁশির সুর তোলেন মর্তুজা কবীর মুরাদ। তাঁর বাঁশি রাগ দুর্গা তুলে ধরে।
প্রথম দিনের শেষ শিল্পী ছিলেন অসিত রায়। রাগ বাগেশ্রী শোনান তিনি। তাঁর সঙ্গে পাখোয়াজে আলমগীর পারভেজ সুমন, তানপুরায় ছিলেন তন্ময় কুমার পাল এবং তাপসী রায়।
আগামীকাল শুক্রবার সকাল ও সন্ধ্যা দুটি অধিবেশনে থাকছে সংগীত। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাতব্যাপী চলবে শুদ্ধসংগীতের এই উৎসব।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে