রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খলিল মিয়া (৩৭) ও হাসান শিকদার (২৪)।
র্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি দেশের পূর্বাঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা করেছে। ওই সংবাদের পর তাৎক্ষণিক রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া-ডেমরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয় এবং সন্দেহজনক গাড়িটি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা পিকআপটিকে সংকেত দেন।
তিনি আরও জানান, পরে র্যাব সদস্যরা ওই পিকআপে থাকা দুজন আরোহীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁদের পিকআপে গাঁজা আছে। পরবর্তী সময় তল্লাশি করে তাঁদের দেখানো স্থান থেকে (পিকআপের পেছনে) আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে