ফরিদপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রক্তাক্ত বিধ্বস্ত তরুণীকে নিজের মেয়ে দাবি করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম কাউলিবেড়া গ্রামের মাছ ব্যবসায়ী তারা মিয়া। মেয়েকে ফিরে পেতে গত বৃহস্পতিবার তিনি ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে তাঁর মেয়ে নিখোঁজ হয়।
তারা মিয়া বলেন, ‘আজ পাঁচ দিন যাবৎ মেয়েটি নিখোঁজ রয়েছে। থানায় জিডি করেছি। এরপর একটি ভিডিও দেখেছি। যেখানে ওকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। জানি না সে কোথায় কীভাবে আছে।’
তারা মিয়া দাবি করেন, তাঁর মেয়ের নাম অনন্যা আক্তার (১৫)। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার কাউকে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছে। গত শনিবার রাতে কোনো এক সড়কের পাশে তাকে আহত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। ফেসবুকে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলায় রাস্তার ওপর বসে আছে মেয়েটি। গায়ের কাপড় কিছুটা এলোমেলো, মুখে ও বুকে রক্ত লেগে আছে। উপস্থিত জনতা টর্চলাইটের আলো জ্বেলে তার সঙ্গে কথা বলে। এ সময় পরিচয় জানতে চাইলে সে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু তা বোঝা যাচ্ছে না। ওই ভিডিও দেখার পর তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ব্যাপারে গত ২৩ জানুয়ারি একটি অভিযোগ পেয়েছি। ফেসবুকে ওই ভিডিওটিও দেখেছি। তবে সেটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভেতরে থাকলে কোনো না কোনো থানা জানতে পারত। ভিডিওটি শুনে ভারতের মনে হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রক্তাক্ত বিধ্বস্ত তরুণীকে নিজের মেয়ে দাবি করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পশ্চিম কাউলিবেড়া গ্রামের মাছ ব্যবসায়ী তারা মিয়া। মেয়েকে ফিরে পেতে গত বৃহস্পতিবার তিনি ভাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত মঙ্গলবার কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে তাঁর মেয়ে নিখোঁজ হয়।
তারা মিয়া বলেন, ‘আজ পাঁচ দিন যাবৎ মেয়েটি নিখোঁজ রয়েছে। থানায় জিডি করেছি। এরপর একটি ভিডিও দেখেছি। যেখানে ওকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। জানি না সে কোথায় কীভাবে আছে।’
তারা মিয়া দাবি করেন, তাঁর মেয়ের নাম অনন্যা আক্তার (১৫)। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার কাউকে না বলে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছে। গত শনিবার রাতে কোনো এক সড়কের পাশে তাকে আহত-বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। ফেসবুকে তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাতের বেলায় রাস্তার ওপর বসে আছে মেয়েটি। গায়ের কাপড় কিছুটা এলোমেলো, মুখে ও বুকে রক্ত লেগে আছে। উপস্থিত জনতা টর্চলাইটের আলো জ্বেলে তার সঙ্গে কথা বলে। এ সময় পরিচয় জানতে চাইলে সে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু তা বোঝা যাচ্ছে না। ওই ভিডিও দেখার পর তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন।
এ ব্যাপারে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনন্যা আক্তার নিখোঁজ হওয়ার ব্যাপারে গত ২৩ জানুয়ারি একটি অভিযোগ পেয়েছি। ফেসবুকে ওই ভিডিওটিও দেখেছি। তবে সেটি কোথা থেকে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ওসি আরও বলেন, ‘মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের ভেতরে থাকলে কোনো না কোনো থানা জানতে পারত। ভিডিওটি শুনে ভারতের মনে হয়েছে।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে