নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন উপকেন্দ্রের ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৭ দিন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন বেশ কয়েকটি এলাকায় দিনের কোনো না কোনো সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গ্রাহকেরা শিকার হতে পারেন লোডশেডিংয়ের।
আগামীকাল থেকে ৪ নভেম্বর পর্যন্ত যেসব এলাকায় লোডশেডিংসহ বিদ্যুৎ সরবরাহ দিনের আংশিক সময়ের জন্য বন্ধ থাকার সম্ভাবনা আছে সেগুলো হলো—বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজবিল্ডিং ও তৎসংলগ্ন এলাকা। এ ছাড়া মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু রোড এলাকা, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তার গলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকায়ও বিদ্যুৎসেবা বিঘ্নিত হবে।
এর বাইরে সিপাহিবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন, মুগদা, ওয়াপদা গলি, মান্না ঝিলপাড়, মানিকনগর, কাজীরবাড়ী, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর একাংশ, গ্রিন মডেল ব্লক ও তৎসংলগ্ন এলাকা এবং নিউ রমনা, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিনরোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরিবাগ ও তৎসংলগ্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা মেডিকেল ও তৎসংলগ্ন এলাকা।
ডিপিডিসি জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তাদের রামপুরা সুপারগ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য নতুন ট্রান্সফরমার স্থাপন করবে। এতে ডিপিডিসির কিছু এলাকায় লোড আংশিক কমে যাবে। এই ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের সময় সাময়িক বিদ্যুৎ না থাকার আশঙ্কা রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার ভৌমিক।
যেসব উপকেন্দ্রে ট্রান্সফরমার প্রতিস্থাপন হবে সেগুলো হলো—উলন ১৩২/৩৩ কেভি, মগবাজার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, মাদারটেক ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, ধানমন্ডি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র। ডিপিডিসি এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ-ব্যবস্থা উন্নয়নের স্বার্থে মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বন্ধের কারণে উল্লিখিত এলাকায় গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
বর্তমানে ডিপিডিসির এলাকায় লোডশেডিং নেই বলে দাবি করেন প্রকৌশলী স্বপন কুমার ভৌমিক বলেন, ‘ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য হয়তো অনেক সময় বিদ্যুতের কাঙ্ক্ষিত সরবরাহ দেওয়া সম্ভব হবে না। তখন গ্রাহকেরা এই সাত দিন লোডশেডিংয়ের শিকার হতে পারেন।’

রাজধানীর বিভিন্ন উপকেন্দ্রের ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৭ দিন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন বেশ কয়েকটি এলাকায় দিনের কোনো না কোনো সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গ্রাহকেরা শিকার হতে পারেন লোডশেডিংয়ের।
আগামীকাল থেকে ৪ নভেম্বর পর্যন্ত যেসব এলাকায় লোডশেডিংসহ বিদ্যুৎ সরবরাহ দিনের আংশিক সময়ের জন্য বন্ধ থাকার সম্ভাবনা আছে সেগুলো হলো—বনশ্রী, মাদারটেক, মগবাজার, তেজগাঁও, মালিবাগ, মহানগর প্রজেক্ট, বাগিচারটেক, ঝিলপাড়, জাহাজবিল্ডিং ও তৎসংলগ্ন এলাকা। এ ছাড়া মালিবাগ বাজার, কুনিপাড়া, বড় মগবাজার, দিলু রোড এলাকা, মধুবাগ, নয়াটোলা, পেয়ারাবাগ, ডাক্তার গলি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকায়ও বিদ্যুৎসেবা বিঘ্নিত হবে।
এর বাইরে সিপাহিবাগ, পূর্ব মাদারটেক, নন্দীপাড়া, দক্ষিণ গোড়ান, বৌদ্ধমন্দির, মায়াকানন, মুগদা, ওয়াপদা গলি, মান্না ঝিলপাড়, মানিকনগর, কাজীরবাড়ী, আদর্শপাড়া, কদমতলা, দক্ষিণ বনশ্রীর একাংশ, গ্রিন মডেল ব্লক ও তৎসংলগ্ন এলাকা এবং নিউ রমনা, কাকরাইল, কারওয়ান বাজার, গ্রিনরোড, আজিমপুর, বিএসএমএমইউ, পরিবাগ ও তৎসংলগ্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, ঢাকা মেডিকেল ও তৎসংলগ্ন এলাকা।
ডিপিডিসি জানিয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তাদের রামপুরা সুপারগ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য নতুন ট্রান্সফরমার স্থাপন করবে। এতে ডিপিডিসির কিছু এলাকায় লোড আংশিক কমে যাবে। এই ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের সময় সাময়িক বিদ্যুৎ না থাকার আশঙ্কা রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার ভৌমিক।
যেসব উপকেন্দ্রে ট্রান্সফরমার প্রতিস্থাপন হবে সেগুলো হলো—উলন ১৩২/৩৩ কেভি, মগবাজার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, মাদারটেক ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র, ধানমন্ডি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র। ডিপিডিসি এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ-ব্যবস্থা উন্নয়নের স্বার্থে মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বন্ধের কারণে উল্লিখিত এলাকায় গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
বর্তমানে ডিপিডিসির এলাকায় লোডশেডিং নেই বলে দাবি করেন প্রকৌশলী স্বপন কুমার ভৌমিক বলেন, ‘ট্রান্সফরমার প্রতিস্থাপন কাজের জন্য হয়তো অনেক সময় বিদ্যুতের কাঙ্ক্ষিত সরবরাহ দেওয়া সম্ভব হবে না। তখন গ্রাহকেরা এই সাত দিন লোডশেডিংয়ের শিকার হতে পারেন।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৪ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে