শরীয়তপুর প্রতিনিধি

আজ রোববার সকাল থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে পদ্মা সেতু। ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিন সেতু পাড়ি দিতে শরীয়তপুরের বিভিন্ন সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। মাত্র ৩৫ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে যাত্রীদের।
আজ শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে যানবাহনের চাপ। শত শত যানবাহন আটকা পড়েছে সড়কজুড়ে। বাসস্ট্যান্ড থেকে প্রেমতলা পর্যন্ত তিন কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। প্রেমতলা থেকে জাজিরা পর্যন্ত সড়ক কিছুটা স্বাভাবিক থাকলেও জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে ছিল তীব্র যানজট। সকাল ১০টার দিকে কাজীরহাট মোড় ছিল যানবানে পরিপূর্ণ। এই মোড় থেকে প্রায় ৫ কিলোমিটার সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা গেছে সব ধরনের যানবাহন। এ সময় এই সড়কে আটকা পড়ে বেশ কিছু রোগীবাহী অ্যাম্বুলেন্স। তীব্র গরমে সড়কে আটকে থেকে দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের। প্রতিটি যানবাহনকেই শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত পৌঁছাতে তিন ঘণ্টারও বেশি সময় ব্যয় করতে হয়।
জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে আটকে পড়া মোজাফফর হোসেন বলেন, ‘পদ্মা সেতু দেখতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। ভেবেছিলাম দেড় ঘণ্টার মধ্যে সেতু দেখে শরীয়তপুর শহরে ফিরে আসতে পারব। কিন্তু বাসস্ট্যান্ড ও এখানে মিলে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রয়েছি। যত কষ্টই হোক না কেন, সেতু না পার হয়ে বাড়ি ফিরব না।
মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে রাকিবের পা ভেঙে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বাবা আলী আজম সরদার। ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত কাজীরহাট মোড়ে আটকে রয়েছে রাকিবকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। রাকিবের বাবা আলী আজম বলেন, ‘দ্রুত ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়া প্রয়োজন। বাড়ি থেকে এসেছি দুই ঘণ্টা হতে চলল। এখনো কাজীরহাট পার হতে পারিনি। জানি না কখন পৌঁছাতে পারব। রাস্তা চওড়া না করা হলে আমরা পদ্মা সেতুর সুবিধা পাব না। সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে।’
শরীয়তপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর আরিফ হোসেন বলেন, পদ্মা সেতু চালুর খবরে সড়কে উৎসুক মানুষের ভিড় বেড়েছে। এখানে থাকা সড়কগুলো সরু হওয়ায় সড়কে যানজট তৈরি হয়েছে। ভবিষ্যতে সব ধরনের যানবাহনকে পদ্মা সেতুতে উঠতে কাজীরহাট-নাওডোবা সড়ক এবং সেতু থেকে নেমে শরীয়তপুরমুখী যানবাহনকে গনির মোড় সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। আশা করি তাতে সড়কে যানবাহনের চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

আজ রোববার সকাল থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে পদ্মা সেতু। ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিন সেতু পাড়ি দিতে শরীয়তপুরের বিভিন্ন সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। মাত্র ৩৫ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে যাত্রীদের।
আজ শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে যানবাহনের চাপ। শত শত যানবাহন আটকা পড়েছে সড়কজুড়ে। বাসস্ট্যান্ড থেকে প্রেমতলা পর্যন্ত তিন কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। প্রেমতলা থেকে জাজিরা পর্যন্ত সড়ক কিছুটা স্বাভাবিক থাকলেও জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে ছিল তীব্র যানজট। সকাল ১০টার দিকে কাজীরহাট মোড় ছিল যানবানে পরিপূর্ণ। এই মোড় থেকে প্রায় ৫ কিলোমিটার সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা গেছে সব ধরনের যানবাহন। এ সময় এই সড়কে আটকা পড়ে বেশ কিছু রোগীবাহী অ্যাম্বুলেন্স। তীব্র গরমে সড়কে আটকে থেকে দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের। প্রতিটি যানবাহনকেই শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত পৌঁছাতে তিন ঘণ্টারও বেশি সময় ব্যয় করতে হয়।
জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে আটকে পড়া মোজাফফর হোসেন বলেন, ‘পদ্মা সেতু দেখতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। ভেবেছিলাম দেড় ঘণ্টার মধ্যে সেতু দেখে শরীয়তপুর শহরে ফিরে আসতে পারব। কিন্তু বাসস্ট্যান্ড ও এখানে মিলে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রয়েছি। যত কষ্টই হোক না কেন, সেতু না পার হয়ে বাড়ি ফিরব না।
মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে রাকিবের পা ভেঙে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বাবা আলী আজম সরদার। ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত কাজীরহাট মোড়ে আটকে রয়েছে রাকিবকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। রাকিবের বাবা আলী আজম বলেন, ‘দ্রুত ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়া প্রয়োজন। বাড়ি থেকে এসেছি দুই ঘণ্টা হতে চলল। এখনো কাজীরহাট পার হতে পারিনি। জানি না কখন পৌঁছাতে পারব। রাস্তা চওড়া না করা হলে আমরা পদ্মা সেতুর সুবিধা পাব না। সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে।’
শরীয়তপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর আরিফ হোসেন বলেন, পদ্মা সেতু চালুর খবরে সড়কে উৎসুক মানুষের ভিড় বেড়েছে। এখানে থাকা সড়কগুলো সরু হওয়ায় সড়কে যানজট তৈরি হয়েছে। ভবিষ্যতে সব ধরনের যানবাহনকে পদ্মা সেতুতে উঠতে কাজীরহাট-নাওডোবা সড়ক এবং সেতু থেকে নেমে শরীয়তপুরমুখী যানবাহনকে গনির মোড় সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। আশা করি তাতে সড়কে যানবাহনের চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে