শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত এক নারী ইউপি সদস্যের পোলট্রি ফার্মে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফার্মে রাখা মুরগির খাবার ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী ইউপি সদস্য।
ভুক্তভোগী পারভীন আক্তার নিশি কাওরাইদ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
পারভীন আক্তার নিশি বলেন, ‘সন্ধ্যার দিকে পোলট্রি ফার্মে মুরগির খাবার, পানি দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পোলট্রি ফার্মের ভেতর আমার ছেলের দামি ব্যান্ডের একটি মোটরসাইকেল ও মুরগির খাবার মজুত রাখা ছিল। রাত আনুমানিক ২টার দিকে আমার ভাশুর মাইজুদ্দিন তাঁর ঘরের জানালা দিয়ে পোলট্রি ফার্মে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। এরপর আমরা দৌড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর আশপাশের লোকজন এসে পানি মাটি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পোলট্রি ফার্মে রাখা মোটরসাইকেল ও মুরগির খাদ্য আর আশপাশের গাছপালা পুড়ে যায়। তিনি আরও বলেন, প্রতিবেশী একজনের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে লেনদেন রয়েছে আমার। পাওনা টাকা চাইতে গিয়ে গত দুদিন আগে আমার ছেলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। গভীর রাতে তাকে পোলট্রি ফার্মের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছে আমার এক আত্মীয়। এর আগেও তুচ্ছ বিষয় নিয়ে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সে। এ বিষয়ে আমি থানা-পুলিশকে নামসহ বিস্তারিত বলেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করছি।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খোকন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখলাম। একটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এটা খুবই আতঙ্কের। যেভাবে আগুন দেওয়া হয়েছে, তাতে আশপাশের সমস্ত বাড়িঘর আগুনে পুড়ে যেত। এটির সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ইউপি সদস্যের পোলট্রি ফার্মে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত এক নারী ইউপি সদস্যের পোলট্রি ফার্মে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফার্মে রাখা মুরগির খাবার ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী ইউপি সদস্য।
ভুক্তভোগী পারভীন আক্তার নিশি কাওরাইদ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
পারভীন আক্তার নিশি বলেন, ‘সন্ধ্যার দিকে পোলট্রি ফার্মে মুরগির খাবার, পানি দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। পোলট্রি ফার্মের ভেতর আমার ছেলের দামি ব্যান্ডের একটি মোটরসাইকেল ও মুরগির খাবার মজুত রাখা ছিল। রাত আনুমানিক ২টার দিকে আমার ভাশুর মাইজুদ্দিন তাঁর ঘরের জানালা দিয়ে পোলট্রি ফার্মে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। এরপর আমরা দৌড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর আশপাশের লোকজন এসে পানি মাটি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পোলট্রি ফার্মে রাখা মোটরসাইকেল ও মুরগির খাদ্য আর আশপাশের গাছপালা পুড়ে যায়। তিনি আরও বলেন, প্রতিবেশী একজনের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে লেনদেন রয়েছে আমার। পাওনা টাকা চাইতে গিয়ে গত দুদিন আগে আমার ছেলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। গভীর রাতে তাকে পোলট্রি ফার্মের রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছে আমার এক আত্মীয়। এর আগেও তুচ্ছ বিষয় নিয়ে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে সে। এ বিষয়ে আমি থানা-পুলিশকে নামসহ বিস্তারিত বলেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করছি।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান খোকন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখলাম। একটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এটা খুবই আতঙ্কের। যেভাবে আগুন দেওয়া হয়েছে, তাতে আশপাশের সমস্ত বাড়িঘর আগুনে পুড়ে যেত। এটির সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ইউপি সদস্যের পোলট্রি ফার্মে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্য প্রাণীদের নিরাপদে বিচরণের জন্য ২০২৩ সালে ট্রেন ও সড়কপথে যানবাহনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করে কর্তৃপক্ষ। তবে সেই নির্দেশনা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ। কেউই তা মেনে চলছে না।
৩ ঘণ্টা আগেগাইবান্ধার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ‘অঙ্কুরেই বিনষ্ট’ হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৪-২৫ অর্থবছরে প্রথম কিস্তিতে গাইবান্ধা সদর উপজেলায় ২টি প্রদর্শনী প্রকল্পে ৭ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ
৪ ঘণ্টা আগেনগদ টাকার সঙ্গে ঘুষ হিসেবে ঘুমানোর জন্য খাট নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা তালুকদারের বিরুদ্ধে। এ ছাড়া ঘুষ আদায় করতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে তৈরি করেছেন সিন্ডিকেট।
৪ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারীরা ২০ জুন বিকেলে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তারই জের ধরে ২১ জুন রাতে আবার সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করা হয়।
৭ ঘণ্টা আগে