উত্তরা (ঢাকা) প্রতিনিধি

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে র্যাব। তাঁরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২৬), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। গত বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. মাজাহারুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
মো. মাজাহারুল ইসলাম বলেন, অপহরণের শিকার রাশিদুস সাবরু নিলয়ের (২৪) বাবা গত মঙ্গলবার র্যাব-৪-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, কতিপয় দুষ্কৃতকারী তাঁর ছেলেকে আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে অপহৃত রাশিদুস সাবরু নিলয়কে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাজাহারুল ইসলাম বলেন, সাভারের রেডিও কলোনির বাসিন্দা নিলয়। তাঁর সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা আতিয়া ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরে নিলয়ের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে নীলা দেখা করতে চান এবং তাঁর বাসায় দাওয়াত দেন। নিলয় সেখানে গেলে তাঁকে গ্রেপ্তারকৃত অন্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে নিলয়ের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিলয়কে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও অপহরণের শিকার একজনকে উদ্ধার করেছে র্যাব। তাঁরা হলেন আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা (২২), রবিন মাহমুদ (২২), আসিফ আহমেদ (২৬), শারমিন (২৬) ও জাকির হোসেন (২৪)। গত বুধবার রাজধানীর দক্ষিণখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) মো. মাজাহারুল ইসলাম আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
মো. মাজাহারুল ইসলাম বলেন, অপহরণের শিকার রাশিদুস সাবরু নিলয়ের (২৪) বাবা গত মঙ্গলবার র্যাব-৪-এ একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি জানান, কতিপয় দুষ্কৃতকারী তাঁর ছেলেকে আটকে রেখে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে গত বুধবার রাতে অপহৃত রাশিদুস সাবরু নিলয়কে উদ্ধার করা হয়। সেই সঙ্গে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মাজাহারুল ইসলাম বলেন, সাভারের রেডিও কলোনির বাসিন্দা নিলয়। তাঁর সঙ্গে অপহরণকারী চক্রের মূল হোতা আতিয়া ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। পরে নিলয়ের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে নীলা দেখা করতে চান এবং তাঁর বাসায় দাওয়াত দেন। নিলয় সেখানে গেলে তাঁকে গ্রেপ্তারকৃত অন্যদের সহযোগিতায় আটকে রেখে শারীরিক নির্যাতন শুরু করেন। সেই সঙ্গে নিলয়ের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। অন্যথায় নিলয়কে মেরে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৬ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২৩ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে