নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ার একটি কারখানায় বেশ কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে । গতকাল বুধবার সন্ধ্যার পরে জামগড়া এলাকার ডেবোনিয়ার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত শ্রমিককে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিক, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই ডেবোনিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে ছিলেন। এর কিছু সময় পর কারখানাটির চার ও পাঁচতলার শ্রমিকেরা অসুস্থ বোধ করতে থাকেন। তাঁদের শ্বাসকষ্টের পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল। চিকিৎসার জন্য অসুস্থ শ্রমিকদের রাত ৭টার দিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
নারী ও শিশু হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও আরও কিছু শ্রমিককে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন শ্রমিকেরা।
কারখানাটির কয়েকজন শ্রমিক আজকের পত্রিকাকে জানান, কারখানার চতুর্থ ও পঞ্চম তলা থেকে গ্যাসের মতো বের হয়। ওই গ্যাসের প্রভাবে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরাচ্ছিল। অনেকের বমির ভাব হয়েছে। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেবোনিয়ার গার্মেন্টস আজ বন্ধ থাকায় কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পরে ডেবোনিয়ার গার্মেন্টসের অর্ধশত শ্রমিক তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁরা শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল বলে জানিয়েছেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের অসুস্থ হওয়ার কথা শুনেছি। কিন্তু শুধু চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেন আর অন্য সব তলার শ্রমিকরা সুস্থ থাকলেন, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়।’

ঢাকার আশুলিয়ার একটি কারখানায় বেশ কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে । গতকাল বুধবার সন্ধ্যার পরে জামগড়া এলাকার ডেবোনিয়ার গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত শ্রমিককে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিক, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকেই ডেবোনিয়ার গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করছিলেন। বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে ছিলেন। এর কিছু সময় পর কারখানাটির চার ও পাঁচতলার শ্রমিকেরা অসুস্থ বোধ করতে থাকেন। তাঁদের শ্বাসকষ্টের পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল। চিকিৎসার জন্য অসুস্থ শ্রমিকদের রাত ৭টার দিকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
নারী ও শিশু হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও আরও কিছু শ্রমিককে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন শ্রমিকেরা।
কারখানাটির কয়েকজন শ্রমিক আজকের পত্রিকাকে জানান, কারখানার চতুর্থ ও পঞ্চম তলা থেকে গ্যাসের মতো বের হয়। ওই গ্যাসের প্রভাবে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরাচ্ছিল। অনেকের বমির ভাব হয়েছে। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডেবোনিয়ার গার্মেন্টস আজ বন্ধ থাকায় কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, সন্ধ্যার পরে ডেবোনিয়ার গার্মেন্টসের অর্ধশত শ্রমিক তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁরা শ্বাসকষ্ট হওয়ার পাশাপাশি মাথা ঘোরা ও বমি বমি ভাব হচ্ছিল বলে জানিয়েছেন। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকদের অসুস্থ হওয়ার কথা শুনেছি। কিন্তু শুধু চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লেন আর অন্য সব তলার শ্রমিকরা সুস্থ থাকলেন, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়।’

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৬ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪১ মিনিট আগে