মান্দি ডি কস্তা, ঢাকা

কোরবানির ঈদের ছুটি ও দিনভর বৃষ্টিতে ঢাকার ব্যস্ত সড়কগুলো আজ ছিল একেবারেই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। অনেকক্ষণ পরপর একেকটি গাড়ি দেখা যায়। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, রমনা, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থেমে গেলেও রোদের দেখা মেলেনি।
বৃষ্টির মধ্যেও হাতিরঝিলে কিছুসংখ্যক শিশু-কিশোরদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। কেউবা বের হয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, কেউবা আড্ডা দিতে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে অবশ্য অনেকেই পড়েছেন বিপদে। বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে।
কলেজছাত্র রাকিব বলে, ‘আগামীকাল সাত বন্ধু মিলে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার কথা আছে। সব ঠিক থাকলে আগামীকালই রওনা দেব।’
স্কুলছাত্র নাইম বলে, ‘যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে ঘুরতে যাব।’
রাস্তার পাশের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, ‘বৃষ্টির কারণে ক্রেতা কম। বৃষ্টি না থাকলে ক্রেতা বেশি হইতো।’
মগবাজারে গিয়ে দেখা যায়, সিলেটের বাসিন্দা শহীদুল ইসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে বসে চা-বিস্কুট বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বেচা-বিক্রি কম। তা-ও চলতেছে। বাড়িতে একটা মেয়ে আছে। টাকাপয়সা কম, বাড়ি গিয়ে কী করব। তাই বাড়ি যাওয়া হয় নাই।’
ঢাকার ফাঁকা রাস্তায় রিকশাচালকেরাও বেশ খুশি ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে যাঁরা রিকশা নিয়ে বের হয়েছেন, তাঁদের আয়রোজগার ভালো হচ্ছে।
এক রিকশাচালক বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে ভালোই ইনকাম হইছে। অন্য দিনের চেয়ে বেশি ভাড়া পাইতাছি।’

কোরবানির ঈদের ছুটি ও দিনভর বৃষ্টিতে ঢাকার ব্যস্ত সড়কগুলো আজ ছিল একেবারেই ফাঁকা। যেখানে সিগন্যাল পার হতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা, সেখানে আজ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা মেলেনি। অনেকক্ষণ পরপর একেকটি গাড়ি দেখা যায়। সকাল থেকে ঢাকার সড়কে ব্যক্তিগত অল্প কিছু গাড়ি, মোটরসাইকেল, জরুরি পণ্য ও সেবা সংশ্লিষ্ট যান এবং অল্প কিছু বাস চলতে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কাকরাইল, প্রেসক্লাব, রমনা, বেইলি রোড, মগবাজার, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থেমে গেলেও রোদের দেখা মেলেনি।
বৃষ্টির মধ্যেও হাতিরঝিলে কিছুসংখ্যক শিশু-কিশোরদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। কেউবা বের হয়েছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, কেউবা আড্ডা দিতে। পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে অবশ্য অনেকেই পড়েছেন বিপদে। বৃষ্টিতে তাঁদের ভোগান্তি বেড়েছে।
কলেজছাত্র রাকিব বলে, ‘আগামীকাল সাত বন্ধু মিলে কক্সবাজারে একটা ট্যুর দেওয়ার কথা আছে। সব ঠিক থাকলে আগামীকালই রওনা দেব।’
স্কুলছাত্র নাইম বলে, ‘যদি বিকেলে বৃষ্টি না থাকে তাহলে ঘুরতে যাব।’
রাস্তার পাশের ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, ‘বৃষ্টির কারণে ক্রেতা কম। বৃষ্টি না থাকলে ক্রেতা বেশি হইতো।’
মগবাজারে গিয়ে দেখা যায়, সিলেটের বাসিন্দা শহীদুল ইসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে বসে চা-বিস্কুট বিক্রি করছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বেচা-বিক্রি কম। তা-ও চলতেছে। বাড়িতে একটা মেয়ে আছে। টাকাপয়সা কম, বাড়ি গিয়ে কী করব। তাই বাড়ি যাওয়া হয় নাই।’
ঢাকার ফাঁকা রাস্তায় রিকশাচালকেরাও বেশ খুশি ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে যাঁরা রিকশা নিয়ে বের হয়েছেন, তাঁদের আয়রোজগার ভালো হচ্ছে।
এক রিকশাচালক বলেন, ‘ঈদ উপলক্ষে আজকে ভালোই ইনকাম হইছে। অন্য দিনের চেয়ে বেশি ভাড়া পাইতাছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে