
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে কারাগার থেকে মাজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়িচালক শাহীন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, মাজহারুল ইসলাম এই মামলার এজাহারনামীয় ১২ নম্বর আসামি। তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন।
গত ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন নিহত গাড়িচালক শাহিনের স্ত্রী স্বপ্না বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করা হয়।
মামলায় বলা হয়েছে, নিহত গাড়িচালক শাহীন স্ত্রী, ছেলে-মেয়েসহ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ ঢাকা কর্মসূচিতে অংশ নিতে বেলা ১১টায় শাহীন যাত্রাবাড়ী চৌরাস্তায় অবস্থান করেন। সন্ধ্যা ৭টার দিকে সেখানে গুলিবিদ্ধ হন শাহীন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা পরিকল্পনা করে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করেন। এতে শত শত লোক আহত ও নিহত হন। তাঁর স্বামীও নিহত হন।
উল্লেখ্য, মাজহারুল ইসলামকে গত ১৭ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। পরে ঢাকায় নিয়ে আসা হয়। গত ২৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার মাদ্রাসাশিক্ষার্থী আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৫ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে