
‘জীবনের প্রথম ঈদে পরিবার-পরিজন নিয়ে ভোগান্তিবিহীন বাড়ি যাচ্ছি।’ ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজার সামনে এমন উচ্ছ্বাস প্রকাশ করছিলেন বাসযাত্রী এনায়েত হোসেন। তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থেকে মাত্র ৩৫ মিনিটে এই পর্যন্ত আসলাম। বাকি পথটাও আশা করি নিরাপদে যেতে পারব।’
আজ শুক্রবার সকালে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলমুখী যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। সকালের দিকে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দক্ষিণাঞ্চলমুখী যানবাহনের চাপ। তবে তা কখনোই যাত্রী বা চালকদের জন্য ভোগান্তির কারণ হয়নি। যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত সড়কে একেবারেই স্বাভাবিক ছিল যান চলাচল।
ঈদের আগের সেই চিরচেনা চিত্র বদলে গেছে মাঝিরঘাট ফেরিঘাট ও লঞ্চঘাটের। ফেরিঘাটে নেই যানবাহনের দীর্ঘ সারি। কিছুসংখ্যক মানুষ লঞ্চে পদ্মা পারাপার হলেও দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়ে আছে ফেরিঘাট। এত বছর যারা এই নৌপথ ব্যবহার করে যাতায়াত করত, তারা এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করছে। দেড় ঘণ্টার ফেরির পথ পদ্মা সেতু দিয়ে পাড়ি দিতে সময় লাগছে ৭ থেকে ১০ মিনিট। কোনো রকমের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এখন আর ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না যাত্রী ও চালকদের।
গত ২৫ জুন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৬ জুন থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। এরপর থেকেই বদলে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা, যার ইতিবাচক প্রভাব ভোগ করছে পদ্মার ওপারের মানুষ।
সায়দাবাদ থেকে শরীয়তপুরের উদ্দেশে আসা ছায়রন আক্তার বলেন, ‘পদ্মা সেতু কবে দেখব, সে জন্য অধীর আগ্রহে ছিলাম। সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় পরিবারের সব সদস্য অনেক আনন্দ উপভোগ করেছে। আমাদের যোগাযোগে চিরভোগান্তি থেকে মুক্ত করে দিয়েছে পদ্মা সেতু। ঈদে বাড়ি যেতে আগে ১২ থেকে ২৪ ঘণ্টাও ফেরিঘাটে আটকা থাকতে হতো। আর এখন দুই ঘণ্টারও কম সময়ে বাড়ি পৌঁছে যেতে পারব।
শরীয়তপুর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর আরিফ হোসেন জানান, পদ্মা সেতু হয়ে প্রতিটি যানবাহন যেন নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য নিজ নিজ এলাকার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শরীয়তপুর অংশে কাজীরহাট-শরীয়তপুর সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করছে ট্রাফিক বিভাগ। এক্সপ্রেসওয়েতে যানজট না থাকলেও শরীয়তপুরে আসার সরু সড়কে যানবাহন চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে। প্রতিটি যানবাহনকে টোল দিতে পাঁচ সেকেন্ড সময় লাগে। তাই ঈদে ঘরমুখী মানুষ ভোগান্তি ছাড়াই টোলপ্লাজা অতিক্রম করছে। টোলপ্লাজার ছয়টি কাউন্টারে ২৪ ঘণ্টা টোল আদায় করা হচ্ছে। আশা করি ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে হবে না যাত্রী ও চালকদের।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৭ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৮ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৮ ঘণ্টা আগে