Ajker Patrika

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৭: ১০
প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাতো দাদা লোকমান হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর থেকে গ্রেপ্তার করা হয় লোকমান হোসেনকে (৫৫)।

এর আগে ১৭ জানুয়ারি সকালে লোকমান কিশোরীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৭ জানুয়ারি সকালে ওই কিশোরীর মা ও ভাই কর্মস্থলে যাওয়ার পর কিশোরীকে কৌশলে ডেকে নেন লোকমান হোসেন। পরে তাকে ধর্ষণ করেন এবং ঘটনার কথা কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেন।

তবে গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরী তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এই ঘটনায় তার মা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে মধ্যরাতেই অভিযান চালিয়ে লোকমানকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত