নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা চার দিন প্রতীকী অনশন পালনের পর আপাতত এ কর্মসূচির ইতি টেনেছেন রিং আইডি ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগের অনলাইন প্ল্যাটফর্ম রিং আইডির সকল কার্যক্রম পুনরায় সচল করা এবং টাকা ফেরতের দাবিতে অনশন পালন করে আসছিলেন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী গ্রাহক ও এজেন্টরা।
গত শনিবার থেকে শুরু করে প্রতিদিনই জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালন করেছেন গ্রাহক ও এজেন্টরা। আজ মঙ্গলবার ছিল এর চতুর্থ দিন।
ভুক্তভোগীরা বলে আসছিলেন তাদের সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত প্রতীকী অনশন চালিয়ে যাবেন তারা। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় রিং আইডি ইউজার অ্যান্ড এজেন্ট ফোরামের সমন্বয়ক রাহুল রহমান আজকের পত্রিকাকে বলেন, আপাতত অনশন কর্মসূচির ইতি টানছেন তারা। কর্তৃপক্ষ বা প্রশাসন কারও কোনো আশ্বাস না পেয়ে নিরাশ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
রাহুল রহমান বলেন, ‘কোনো পর্যায় থেকেই আশ্বাস পাচ্ছি না। তাই প্রেসক্লাবের কর্মসূচি আপাতত আর হবে না। জেলায় জেলায় কর্মসূচি পালনের পরিকল্পনা করছি আমরা।’
রিং আইডি কমিউনিটি জবের গ্রাহকরা বলছেন, এই করোনার মধ্যে রিং আইডি কমিউনিটি জবের মাধ্যমে বেকারদের উপার্জনের ব্যবস্থা করেছিল। গ্রাহকরাও নিয়মিত টাকা পাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক রিং আইডির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। দেশের লাখ লাখ বেকারের কথা বিবেচনা করে রিং আইডি সচল করার দাবি জানান ভুক্তভোগীরা।
রিং আইডি ব্যবহারকারী আহসাব হাবিব বলেন, ‘আমাদের দাবি রিং আইডির সকল কার্যক্রম পুনরায় সচল করে দেওয়া হোক। কেননা রিং আইডির সকল কার্যক্রম বন্ধ থাকার ফলে আমরা সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
গ্রাহকদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই লাখ মানুষের বিনিয়োগ আছে রিং আইডিতে। মোট বিনিয়োগের পরিমান প্রায় ২৫০ কোটি টাকা বলে জানান তারা।
অনশনে অংশ নেওয়া গ্রাহক ও এজেন্টরা বলেন, রিং আইডির বিরুদ্ধে দুটি মামলার কারণে প্রতিষ্ঠানটির সমস্ত অ্যাকাউন্ট স্থগিত করা হয়। মামলা তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তবুও তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ রাখা হয়েছে। এ জন্য টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চান গ্রাহকরা।
উল্লেখ্য, কানাডা প্রবাসী শফিক ইসলাম ও তাঁর স্ত্রী আইরিন ইসলামের যৌথ উদ্যোগে ২০১৫ সালে রিং আইডির যাত্রা শুরু হয়। সামাজিক মাধ্যমে আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দুই লাখের বেশি গ্রাহক রিং আইডিতে বিনিয়োগ করেছেন বলে জানা যায়। গত ৩০ সেপ্টেম্বর রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা।

টানা চার দিন প্রতীকী অনশন পালনের পর আপাতত এ কর্মসূচির ইতি টেনেছেন রিং আইডি ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগের অনলাইন প্ল্যাটফর্ম রিং আইডির সকল কার্যক্রম পুনরায় সচল করা এবং টাকা ফেরতের দাবিতে অনশন পালন করে আসছিলেন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী গ্রাহক ও এজেন্টরা।
গত শনিবার থেকে শুরু করে প্রতিদিনই জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালন করেছেন গ্রাহক ও এজেন্টরা। আজ মঙ্গলবার ছিল এর চতুর্থ দিন।
ভুক্তভোগীরা বলে আসছিলেন তাদের সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত প্রতীকী অনশন চালিয়ে যাবেন তারা। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় রিং আইডি ইউজার অ্যান্ড এজেন্ট ফোরামের সমন্বয়ক রাহুল রহমান আজকের পত্রিকাকে বলেন, আপাতত অনশন কর্মসূচির ইতি টানছেন তারা। কর্তৃপক্ষ বা প্রশাসন কারও কোনো আশ্বাস না পেয়ে নিরাশ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
রাহুল রহমান বলেন, ‘কোনো পর্যায় থেকেই আশ্বাস পাচ্ছি না। তাই প্রেসক্লাবের কর্মসূচি আপাতত আর হবে না। জেলায় জেলায় কর্মসূচি পালনের পরিকল্পনা করছি আমরা।’
রিং আইডি কমিউনিটি জবের গ্রাহকরা বলছেন, এই করোনার মধ্যে রিং আইডি কমিউনিটি জবের মাধ্যমে বেকারদের উপার্জনের ব্যবস্থা করেছিল। গ্রাহকরাও নিয়মিত টাকা পাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক রিং আইডির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। দেশের লাখ লাখ বেকারের কথা বিবেচনা করে রিং আইডি সচল করার দাবি জানান ভুক্তভোগীরা।
রিং আইডি ব্যবহারকারী আহসাব হাবিব বলেন, ‘আমাদের দাবি রিং আইডির সকল কার্যক্রম পুনরায় সচল করে দেওয়া হোক। কেননা রিং আইডির সকল কার্যক্রম বন্ধ থাকার ফলে আমরা সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
গ্রাহকদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় দুই লাখ মানুষের বিনিয়োগ আছে রিং আইডিতে। মোট বিনিয়োগের পরিমান প্রায় ২৫০ কোটি টাকা বলে জানান তারা।
অনশনে অংশ নেওয়া গ্রাহক ও এজেন্টরা বলেন, রিং আইডির বিরুদ্ধে দুটি মামলার কারণে প্রতিষ্ঠানটির সমস্ত অ্যাকাউন্ট স্থগিত করা হয়। মামলা তদন্ত করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তবুও তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ রাখা হয়েছে। এ জন্য টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চান গ্রাহকরা।
উল্লেখ্য, কানাডা প্রবাসী শফিক ইসলাম ও তাঁর স্ত্রী আইরিন ইসলামের যৌথ উদ্যোগে ২০১৫ সালে রিং আইডির যাত্রা শুরু হয়। সামাজিক মাধ্যমে আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দুই লাখের বেশি গ্রাহক রিং আইডিতে বিনিয়োগ করেছেন বলে জানা যায়। গত ৩০ সেপ্টেম্বর রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকেই টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৯ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে