গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সালাউদ্দিন মাঝি (৫৫)। তিনি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাসিন্দা বাকর উদ্দিন মাঝির ছেলে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোমবার সকালে গ্যাসের পাইপলাইন নেওয়ার জন্য গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় রিফাত এ্যালুমোনিয়াম কারখানার শ্রমিকেরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোলট্রি কারখানার দেয়ালের পাশে মাটি খুঁড়লে দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এ্যালুমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে কাজ চালিয়ে যান।
এর কিছুক্ষণ পরই কারখানার দেয়াল ধসে কয়েকজন নির্মাণ শ্রমিকের ওপরে পড়ে। তাদের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে। সেখানে আরও শ্রমিক আটকা রয়েছে এমন আশঙ্কায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে একজনের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সালাউদ্দিন মাঝি (৫৫)। তিনি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাসিন্দা বাকর উদ্দিন মাঝির ছেলে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোমবার সকালে গ্যাসের পাইপলাইন নেওয়ার জন্য গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় রিফাত এ্যালুমোনিয়াম কারখানার শ্রমিকেরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোলট্রি কারখানার দেয়ালের পাশে মাটি খুঁড়লে দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এ্যালুমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে কাজ চালিয়ে যান।
এর কিছুক্ষণ পরই কারখানার দেয়াল ধসে কয়েকজন নির্মাণ শ্রমিকের ওপরে পড়ে। তাদের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে। সেখানে আরও শ্রমিক আটকা রয়েছে এমন আশঙ্কায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে একজনের মরদেহ উদ্ধার করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২২ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে