কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মো. নবীল হোসেন পালোয়ান নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ইসমাইল, তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটতে যান। সেখানে চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় হামলাকারীদের আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পর রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আলাউদ্দিন এলাকাবাসীর বরাতে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
হত্যার বিষয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে পৌরসভার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল পালোয়ান (৪৬)। তিনি দুর্বাটির মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মো. নবীল হোসেন পালোয়ান নামের একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে ইসমাইল, তাঁর বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ান বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটতে যান। সেখানে চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীলের ছেলে সুফল হোসেন তাঁদের ওপর হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় হামলাকারীদের আঘাতে ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পর রক্তাক্ত অবস্থায় ইসমাইলকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা–নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আলাউদ্দিন এলাকাবাসীর বরাতে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
হত্যার বিষয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৩৬ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে