ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের পূর্ণ প্যানেল জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. মো. ইকবাল রউফ মামুন।
মামুন বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। সাদা দলের পক্ষ থেকে ফরম নেওয়া হয়েছিল, কিন্তু জমা দেওয়া হয়নি। যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই নীল দলের সব প্রার্থী বিজয়ী হয়েছেন।
দেশে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পরিচালিত আন্দোলনের গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সেশনের নির্বাচন বর্জন করেছেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। সহসভাপতি পদে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, কোষাধ্যক্ষ পদে হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মাসুদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের নির্বাচিতরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউর রহমান (জিয়া রহমান), কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের পূর্ণ প্যানেল জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. মো. ইকবাল রউফ মামুন।
মামুন বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। সাদা দলের পক্ষ থেকে ফরম নেওয়া হয়েছিল, কিন্তু জমা দেওয়া হয়নি। যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাই নীল দলের সব প্রার্থী বিজয়ী হয়েছেন।
দেশে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার চেয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পরিচালিত আন্দোলনের গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সেশনের নির্বাচন বর্জন করেছেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। সহসভাপতি পদে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, কোষাধ্যক্ষ পদে হাজি মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মাসুদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের নির্বাচিতরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউর রহমান (জিয়া রহমান), কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সীমা জামান, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ ড. লাফিফা জামাল, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে