সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ শহরে চেয়ারে বসা নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন ছুরিকাঘাতের শিকারসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল চত্বর এলাকায় পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান এবং মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় ছুরিকাঘাতে আহত মোহাম্মদ সজলকে (২৬) আশঙ্কা অবস্থায় প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর ছুরিকাহত মোহাম্মদ রুবেলকে (৩৭) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিকেলে শহরের থানারপুল চত্বর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগের ব্যানারে শান্তি সমাবেশের আয়োজন করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন বলেন, ‘কর্মীদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। বিষয়টি আমরা মীমাংসা করে ফেলেছি।’ পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘চেয়ারে বসাকে কেন্দ্র করে মূলত দুই পক্ষে মারামারি হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় নেওয়া হয়েছে।’
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘দুটি উপদলের অন্তর্কোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জ শহরে চেয়ারে বসা নিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন ছুরিকাঘাতের শিকারসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল চত্বর এলাকায় পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান এবং মুন্সিগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় ছুরিকাঘাতে আহত মোহাম্মদ সজলকে (২৬) আশঙ্কা অবস্থায় প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর ছুরিকাহত মোহাম্মদ রুবেলকে (৩৭) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিকেলে শহরের থানারপুল চত্বর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও যুব মহিলা লীগের ব্যানারে শান্তি সমাবেশের আয়োজন করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন বলেন, ‘কর্মীদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। বিষয়টি আমরা মীমাংসা করে ফেলেছি।’ পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘চেয়ারে বসাকে কেন্দ্র করে মূলত দুই পক্ষে মারামারি হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় নেওয়া হয়েছে।’
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘দুটি উপদলের অন্তর্কোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে